shono
Advertisement
Rajasthan

মেওয়ারে উদ্ধার ৯৮১ জিলেটিন স্টিক, ৯৩ ডিটোনেটর, এবার রাজস্থানে রক্তপাতের ষড়যন্ত্র?

গ্রেপ্তার দুই সন্দেভাজন।
Published By: Kishore GhoshPosted: 01:23 PM Dec 03, 2025Updated: 04:04 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভেম্বরের শুরুতে দিল্লির লালাকেল্লা চত্বরে বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছিল। তদন্তে বড়সড় ষড়যন্ত্রের হদিশ মিলেছিল। এর মধ্যেই রাজস্থানে ট্রাকবোঝাই বিপুল বিস্ফোরক উদ্ধার হল। মোট ১০৯টি কার্টন ভর্তি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্ন উঠছে, দিল্লির মতোই কী এবার রাজস্থানে হামলার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গিরা?

Advertisement

অস্ত্র পাচারের বিষয়ে পুলিশের কাছে আগেই খবর ছিল। সেই মতো রাজস্থানের মেওয়ার জেলার রাজসমন্দে থামানো হয় সন্দেহজনক ট্রাকটিকে। তা থেকে উদ্ধার হয় ৯৮১টি জিলেটিন স্টিক, ৯৩টি ডিটোনেটর এবং একটি সেফটি ফিউজ। অস্ত্রের চরিত্র ও পরিমাণ দেখে চোখ কপালে উঠেছে পুলিশের। যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে তা বিস্ফোরণস্থলের চারপাশে ১০ কিলোমিটার পর্যন্ত এলাকায় ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। ট্রাকটিতে ছিলেন রাজস্থানের বাসিন্দা ভগবত সিং এবং হিম্মত সিং নামে দুই ব্যক্তি। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ষড়যন্ত্রের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কোন কারণে? পুলিশি জিজ্ঞাসাবাদে জানাতে পারেননি ভগবত এবং হিম্মত। তাঁদের কাছে এই সংক্রান্ত কোনও কাগজপত্রও ছিল না। এরপরই উভয়কে গ্রেপ্তার করা হয়। ট্রাকটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লিতে হামলাকারী জঙ্গিদের সঙ্গে এই বিস্ফোরকের যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ত্র পাচারের বিষয়ে পুলিশের কাছে আগেই খবর ছিল।
  • যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে তা বিস্ফোরণস্থলের চারপাশে ১০ কিলোমিটার পর্যন্ত এলাকায় ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।
Advertisement