সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আর বাকি কয়েক মাস। তার আগের মিনি লড়াইয়ে জিতল আপ। ফের দিল্লি পুরনিগমের মেয়র পদে জিতলেন আম আদমি পার্টির প্রার্থী। তবে জিতলেও অরবিন্দ কেজরিওয়ালকে চিন্তায় রাখবে দলের কাউন্সিলরদের ক্রস ভোটিং। তাছাড়া এবারের নির্বাচনে জয়ের ব্যবধানও সামান্য।
২০২২ সালে দিল্লি নগর নিগমের নির্বাচন হয়। সেবার আপ ১৩৪ আসনে জয়ী হয়। বিজেপি জেতে ১০৪ আসনে। কংগ্রেসের দখলে যায় ৯টি আসন। দিল্লি নগর নিগমের আইন অনুযায়ী মেয়রের পদ প্রথম বছর সংরক্ষিত থাকে মহিলাদের জন্য। পরের বছর তফসিলি জাতি-উপজাতির জন্য। আগে আপের মেয়র ছিলেন শেলি ওবেরয়। এবারের নির্বাচনে আপ প্রার্থী করে মহেশ খিচিকে। বিজেপি প্রার্থী করে কিষাণ লালকে। দিল্লির মেয়র নির্বাচনে কাউন্সিলরদের পাশাপাশি সাংসদরা, উপরাজ্যপালের প্রতিনিধি এবং দিল্লি সরকারের নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিতে পারেন।
বৃহস্পতিবার রাতে ভোটের ফলপ্রকাশের পর দেখা যায় আপ প্রার্থী পেয়েছেন ১৩৩টি ভোট। বিজেপি পেয়েছে ১৩০টি ভোট। দুটি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়। কংগ্রেসের ৭ কাউন্সিলর ভোট বয়কট করেন। সামান্য ব্যবধানে জিতেই আপ কাউন্সিলররা পুরসভার অন্দরে জয় ভীম স্লোগান দিয়ে ওঠেন। এদিকে মেয়র ভোটে পরাজয়ের পর ডেপুটি মেয়র পদে প্রার্থী প্রত্যাহার করে নেয় বিজেপি। ফলে ওই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় আপ শিবির।
তবে জিতলেও আপের চিন্তা থাকবে ক্রস ভোটিং। হিসাব মতো কোনওভাবেই দিল্লি পুরনিগমের নির্বাচনে ১২০টির বেশি ভোট পাওয়ার কথা নয় বিজেপির। কিন্তু তারা ভোট পেয়েছে ১৩০টি। পরে বিজেপির তরফে দাবি করা হয়, আটজন আপ কাউন্সিলর ক্রস ভোট দিয়েছেন। যদিও আপ সেটা অস্বীকার করেছে।