shono
Advertisement
Pinaka

কিনতে আগ্রহী ফ্রান্স-আর্মেনিয়া, অত্যাধুনিক পিনাকের সফল উৎক্ষেপণ ভারতের

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে পাক সেনার ঘুম ছুটিয়েছিল এই পিনাক।
Published By: Amit Kumar DasPosted: 02:59 PM Nov 15, 2024Updated: 03:21 PM Nov 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষা বাজারে ক্রমশ চাহিদা বাড়ছে ভারতের তৈরি যুদ্ধাস্ত্র পিনাক-এর। বিশ্ব বাজারে বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখেই বৃহস্পতিবার পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই পিনাক হল মাল্টি ব্যারেল রকেট লঞ্চার। 

Advertisement

শিবের ধনুক পিনাক-এর নামে নামকরণ করা হয়েছে এই অস্ত্রের। এটি মূলত মাল্টি ব্যারেল রকেট লঞ্চার। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গাইডেড পিনাক ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষা করেছে ডিআরডিও। এর সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে আরও একটি ধাপ। জানা যাচ্ছে, ভারতের তৈরি অত্যাধুনিক এই অস্ত্র কিনতে আগ্রহী একাধিক দেশ। পশ্চিম এশিয়ার আর্মেনিয়া আগেই আগ্রহ প্রকাশ করেছিল পিনাক কিনতে। পাশাপাশি আরও জানা যাচ্ছে, ফ্রান্সও অত্যাধুনিক এই অস্ত্র কনতে আগ্রহী।

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে বহুদিন ধরেই নিজের অস্তিত্ব জানান দিয়েছে ভারত। বর্তমানে বিশ্বের একাধিক দেশকে অস্ত্র বিক্রি করে প্রতিরক্ষামন্ত্রক। আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের। এর পাশাপাশি ডর্নিয়ের-২২৮ যুদ্ধবিমান, রকেট লঞ্চার, অগ্নিনির্বাপণ যন্ত্র, নাইট ভিশন বাইনোকুলার, শত্রুর গতিবিধি নজরে রাখার রাডার-সহ বহু সামগ্রী। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে পিনাক।

রাশিয়ার গ্রাড বিএম-২১ রকেট লঞ্চারের অনুকরণে তৈরি হয়েছে এই পিনাক। যা বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত মার্কিন হিমারস সিস্টেমের সমতুল। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ব্যবহার করা হয়েছিল এই অস্ত্র। পাক সেনার বাঙ্কার গুঁড়িয়ে দিতে ব্যাপক কার্যকর হয়ে ওঠে পিনাক। পরে ধাপে ধাপে বাড়ানো হয়েছে এর ক্ষমতা। আগে এর পাল্লা ছিল ৪০-৪৫ কিলোমিটার। বর্তমানে তা বেড়ে হয়েছে ৭৫ কিলোমিটার। ডিআরডিও-এর লক্ষ্য এর পাল্লা ২০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো। মাত্র ৪৪ সেকেন্ডে ১২টি রকেট ছুড়তে পারে পিনাক। এর দু’টি প্যাড রয়েছে, যার প্রতিটিতে ৬টি করে রকেট রয়েছে। পিনাকের একটি ব্যাটারি একবারে ৭২টি রকেট ছুঁড়তে পারে। শুধু তাই নয়, ট্রাকে চাপিয়ে সহজে এক জায়গা থেকে অন্য যায়গায় নিয়ে যাওয়া যায় এটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিরক্ষা বাজারে ক্রমশ চাহিদা বাড়ছে ভারতের তৈরি যুদ্ধাস্ত্র পিনাক-এর।
  • ভারতের কাছ থেকে এই অস্ত্র কিনতে আগ্রহী ফ্রান্স, আর্মেনিয়া।
  • শিবের ধনুক পিনাক-এর নামে নামকরণ করা হয়েছে এই অস্ত্রের।
Advertisement