সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবল নির্বাচন এলে মুসলিমদের কথা মনে পড়ে! অমিত শাহকে বিঁধে এমনটাই দাবি করল আপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করতে আলাদা করে পোস্টারও বানিয়েছে তারা। সেখানে দেখা যাচ্ছে, মুসলিমদের মতো ফেজ টুপি পরে ভোটের প্রচার করছেন শাহ। অন্যদিকে, বিখ্যাত ছবি গজনির আদলেও শাহকে কটাক্ষ করেছে আপ। ভুলো মনের গজনি হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল।
দিনকয়েক পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে রাজধানীতে জমে উঠেছে আপ-বিজেপির পোস্টার দ্বৈরথ। ইতিমধ্যেই একে অপরকে তোপ দেগে অভিনব কায়দায় পোস্টার প্রকাশ করেছে দুই দল। সেই তালিকাতেই নবতম সংযোজন ফেজ টুপি পরিহিত অমিত শাহের পোস্টার। মঙ্গলবার প্রকাশিত ওই পোস্টারে লেখা, 'চুনাবি মুসলমান' নামে একটি ছবি তৈরি করবেন অমিত শাহ। নির্বাচনের ঠিক আগে এই ছবি মুক্তি পাবে। লোটাস অর্থাৎ পদ্ম প্রোডাকশনের নির্মিত ছবির মুখ্য ভূমিকায় থাকবেন রোহিঙ্গা, বাংলাদেশি, মৌলবি, মৌলানা, ইমাম, ওয়াকফ বোর্ড। পোস্টারে আরও লেখা, 'কখনও ভেবে দেখেছেন যে ভোট এলেই কেন মুসলিমদের কথা মনে পড়ে বিজেপির?'
কেবল এই পোস্টার নয়, গজনি সিনেমার একটি দৃশ্যেও আমির খানের মুখ এডিট করে দিয়েছে আপ। দলের তরফে প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, ভুলো মনের নায়কের ভূমিকায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর হাতে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি লেখা কার্ড। সেগুলো দেখলেও কিছুই মনে করতে পারছেন না শাহ। এই ভিডিও প্রকাশ করে আপের তোপ, বিজেপির তরফে ভোটের আগে এত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে গেরুয়া শিবিরের নেতারা সেটা মনেই করতে পারছেন না। যেহেতু বিজেপি প্রতিশ্রুতি দিয়েও সেটা রক্ষা করতে পারে না, তাই আপকে ভোট দিন, দিল্লিবাসীর কাছে বার্তা কেজরিওয়ালদের।