সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৩২ ঘণ্টা অভিযান চালানোর পর অবশেষে কুয়ো থেকে উদ্ধার করা হল রাজস্থানের বাসিন্দা তরুণীর মৃতদেহ। সোমবার গুজরাটের ভুজ এলাকায় ৫৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিলেন ইন্দিরা নামের এই তরুণী। মঙ্গলবার তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণীর বাড়ি রাজস্থানে। গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে এসেছিল তাঁর পরিবার। সোমবার সকালে কোনওভাবে বোরওয়েলের মধ্যে পড়ে যান তিনি। প্রথমে ৩০ ফুট নিচে আটকে থাকলেও, পরে পিছলে গিয়ে প্রায় ৫০০ ফুট নিচে চলে যান। সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেওয়া হয় পরিবারের তরফে। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (NDRF) এবং বিএসএফ। গর্তে ক্যামেরা পাঠিয়ে গতিবিধি জানার চেষ্টা চলে। পাইপের মাধ্যমে অক্সিজেন ও খাওয়ার জল পাঠানো হয়।
তবে মাত্র এক ফুট চওড়া ও ১২ ইঞ্চি ব্যাসের এইব বোরওয়েল থেকে তরুণীকে উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। শুরুতে গর্তের ভিতর থেকে সাড়া পাওয়া গেলেও রাতের দিক থেকে আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছিল হয়ত মৃত্যু হয়েছে তাঁর। এরপর মঙ্গলবার দুপুরের দিকে গর্তের ভিতর থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। দ্রুত অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, সপ্তাহখানেক আগে রাজস্থানের ৭০০ ফুট গভীর একটি বোরওয়েল থেকে তিন বছরের চেতনার দেহ উদ্ধার হয়। ১০ দিন আটকে ছিল সে। মধ্যপ্রদেশেও ৩৯ ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় সুমিত নামে এক বালক। ১৬ ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।