সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে প্রকাশ্যে দেশের সবচেয়ে ধনী ও সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রীর নাম। কয়েক শো কোটির সম্পত্তির মালিকানা নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন চন্দ্রবাবু নায়ডু। সেখানে মাত্র ১৫ লক্ষ টাকার সম্পত্তির মালিকানা নিয়ে তালিকার একেবারে নিচের নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশের বাকি ৩১ জন মুখ্যমন্ত্রী কে কোথায় রয়েছেন?
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআরের রিপোর্ট অনুযায়ী, দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। ধনসম্পদের নিরিখে তাঁর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে থাকা অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তাঁর সম্পত্তির মোট পরিমাণ ৩৩২ কোটি টাকা।
এনডিএ-র শরিক দলের মুখ্যমন্ত্রীরা যখন সম্পত্তির নিরিখে তালিকার শীর্ষস্থান দখলের লড়াই করছেন তখন মোটে ১৫ লক্ষ টাকার মালিকানা নিয়ে তালিকার একেবারে নিচে রয়েছেন মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীরের ওমর আবদুল্লা। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ। দেশের একমাত্র 'সর্বহারা'দের প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কোটি টাকার মালিক। কেরলের প্রশাসনিক প্রধানের সম্পত্তির পরিমাণ ১ কোটি। ২০২৩-২০২৪ আর্থিক বর্ষে রাজ্য বিধানসভাগুলি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি হয়েছে।
বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী, মাঝে কেন্দ্রীয় মন্ত্রী, একের পর এক হাই প্রোফাইল দায়িত্ব সামলানো সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধাসাধি জীবনযাত্রা সকলের নজর কেড়েছে। দিনের পর দিন যেভাবে টালির চালে জীবন কাটিয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরও সেখানেই থাকছেন, মা-মাটি-মানুষের নেত্রীর এই সকল জীবনযাত্রা বহু রাষ্ট্রনায়ককে বিস্মিত করেছে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন তিনি প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পেনশন নেন না। এমন্কী, মুখ্যমন্ত্রী বা বিধায়ক হিসেবেও নেন না পুরো বেতন। মাসিক মাত্র ১ টাকা বেতন তোলেন। বই এবং গানের রয়্যালটির টাকায় সংসার চলে মমতার। ফলে তিনিই যে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হবেন তা বলাইবাহুল্য।