shono
Advertisement
Tigress Zeenat

'ঘরে ফিরে' জলে ডুব, ওড়িশায় ফুরফুরে মেজাজে বাঘিনী জিনাত

শয়ে শয়ে বনকর্মীকে নাকানিচোবানি খাইয়ে অবশেষে ওড়িশায় নিজের ডেরায় জিনাত।
Published By: Sayani SenPosted: 10:10 PM Jan 01, 2025Updated: 10:13 PM Jan 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও জলে গা ডুবিয়ে বসে রয়েছে। কখনও বা হাঁটাচলা করেছে। 'ঘরে ফিরে' আমেজে দিন কাটছে জিনাতের। ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে আপাতত বিশেষ পর্যবেক্ষণে রয়েছে বাঘিনী। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে খোশমেজাজে রয়েছে বছর তিনেকের জিনাত।

Advertisement

৩৮ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে জলে গা ডুবিয়ে বসে রয়েছে জিনাত। মিঠে রোদ গায়ে মেখে কখনও জল খাচ্ছে। আবার কখনও ঘুরে ফিরে জলকেলি করছে বাঘিনী। জিনাত নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। তাই বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি।

ওড়িশার সিমলিপালে জলকেলি জিনাতের

অন্তত এক মাস ধরে তিন-তিনটে রাজ্যে প্রায় চারশো কিলেমিটার সফর। শয়ে শয়ে বনকর্মীকে নাকানিচোবানি খাইয়ে রবিবার বাঁকুড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয়ে খাঁচাবন্দি হওয়ার পরও দাপট কমেনি বাঘিনী জিনাতের। রবিবার মাঝরাতে তাকে আলিপুর চিড়িয়াখানায় এনে সেখানকার পশু হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালের মধ্যে ঘুমের রেশ কাটিয়ে সে ফের চনমনে হয়ে ওঠে।

তিন রাজ্যের বনাঞ্চলে দাপিয়ে বেড়িয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার জিনাত। নিজস্ব ছবি।

দুপুরে লোহার খাঁচার ফাঁক দিয়ে মাঝে মাঝে পা বের করে রীতিমতো হুঙ্কার ছেড়েছে! শুনে হাঁফ ছেড়েছিলেন বনকর্তারা। বাঘিনীর গর্জনই বুঝিয়ে দেয়, শারীরিকভাবে সে একেবারে তরতাজা। তবে অরণ‌্য ছেড়ে বদ্ধ খাঁচায় এসে মন ভার বাঘিনীর। যে কারণে খাবারেও অনীহা ছিল। মুরগি, পাঁঠা, মহিষের মাংস দেওয়া হলেও, মুখে তোলেনি সে। মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিট নাগাদ বনদপ্তরের গাড়িতে চড়ে রওনা দেয় জিনাত। গ্রিন করিডর করে সিমলিপালে নিজের ডেরায় ফিরিয়ে দেওয়া হয় বাঘিনীকে।

আলিপুর চিড়িয়াখানায় জিনাত। নিজস্ব চিত্র

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শয়ে শয়ে বনকর্মীকে নাকানিচোবানি খাইয়ে অবশেষে ওড়িশায় নিজের ডেরায় জিনাত।
  • ওড়িশায় ফুরফুরে মেজাজে বাঘিনী জিনাত।
  • কখনও জলে গা ডুবিয়ে বসে রয়েছে। কখনও বা হাঁটাচলা করেছে। 'ঘরে ফিরে' আমেজে দিন কাটছে জিনাতের।
Advertisement