সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋণের দায়ে চরম কাণ্ড যোগীরাজ্যে। প্রাণ গেল এক পরিবারের তিন সদস্যের। মৃতদের মধ্যে রয়েছে ১২ বছরের এক নাবালকও। এই ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মোটা অঙ্কের ঋণ ছাড়া এই ঘটনায় অন্য রহস্য আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার আগ্রার বাড়ি থেকে তরুণ নামের এক ব্যবসায়ী, তাঁর মা এবং ১২ বছরের ছেলের দেহ উদ্ধার হয়েছে। ঘর থেকেই পাওয়া গিয়েছে মৃত ব্যক্তির মোবাইল ফোন। সেখানে রয়েছে একটি ভিডিও। ওই ভিডিওতে দেড় কোটি টাকার ঋণের কথা জানিয়েছেন তরুণ। যা কিছুতেই শোধ করতে পারছিলেন না তিনি। এই পরিস্থিতিতে কঠিন পদক্ষেপে বাধ্য হচ্ছেন বলে জানান। পুলিশের অনুমান মা ও ছেলেকে হত্যার পর আত্মহত্যা করেন তরুণ।
[আরও পড়ুন: ঘাটালে দেবের পাশে তৃণমূল, সাংসদের সঙ্গে দ্বন্দ্বের জেরে অপসারিত শংকর দলুই]
জানা গিয়েছে, সকালে কাজ করতে এসে পরিচারিকা দেখেন বাড়ির দরজা খোলা। ঘরে ঢুকে দেখেন সিলিং থেকে ঝুলছে তরুণের দেহ। প্রতিবেশীদের খবর দেন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে এক বয়স্ক মহিলা এবং বাচ্চার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আধিকারিকরা জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, তরুণীর স্ত্রী সকালে মন্দিরে যাওয়ায় বেঁচে যান।