shono
Advertisement
Air India crash

পিছনে জ্বলছে অভিশপ্ত বিমান, হেঁটে আসছেন 'মৃত্যুঞ্জয়ী' রমেশ, ভাইরাল ভিডিও

দেখুন সেই ভিডিও।
Published By: Amit Kumar DasPosted: 05:34 PM Jun 16, 2025Updated: 06:37 PM Jun 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন নম্বর ১১এ। যাত্রী বিশ্বাসকুমার রমেশ। এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার পর গোটা বিশ্ব চিনে ফেলেছে তাঁকে। অবিশ্বাস্যভাবে মৃত্যুকে ধোঁকা দিয়ে কার্যত যমের দুয়ার থেকে হেঁটে অ্যাম্বুল্যান্সে উঠেছিলেন তিনি। ভয় ধরানো সেই মুহূর্তের ভিডিও এবার সামনে এল সোশাল মিডিয়ার দৌলতে।

Advertisement

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এক পলকে ওলট-পালট করে দিয়েছে সবকিছু। বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুর কেড়ে নিয়েছে ২৫০ জনের বেশি মানুষের প্রাণ। ওই দিন গুজরাটের আহমেদাবাদ থেকে ২৪২ জনকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এআই ১৭১। তবে টেক অফ করার পর ওপরে ওঠার পরিবর্তে নিচের দিকে নামতে শুরু করে সেটি। আছড়ে পড়ে বিমানবন্দরের পাশে একটি মেডিক্যাল কলেজের হোস্টেলে। ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা হোস্টেল। এই দুর্ঘটনায় বিমানে থাকা ১৪১ জনের মৃত্যু হলেও, সকলকে চমকে দিয়ে সেই মৃত্যুকুণ্ড থেকে বেরিয়ে আসেন ওই বিমানেরই এক যাত্রী। গোটা ঘটনা চাক্ষুস করেছিলেন সেখানে উপস্থিত স্থানীয়রা।

এবার সামনে এল সেই ঘটনারই অবিশ্বাস্য মুহূর্ত। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিজে মেডিক্যাল কলেজের হোস্টেলের ক্যান্টিনে বিমানটি আছড়ে পড়ার পর দাউদাউ করে আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। রাস্তায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা অসহায়ের মতো দাঁড়িয়ে দেখছেন সেই ঘটনা। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় মৃত্যুকে বোকা বানিয়ে সেখান থেকে বেরিয়ে আসছেন রমেশ। প্রথমে এই দৃশ্য দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না সেখানে উপস্থিত স্থানীয়রা। এরপর তাঁকে অ্যাম্বুল্যান্স পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করেন স্থানীয়রা।

বর্তমানে আহমেদাবাদের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রমেশ। ইতিমধ্যেই তাঁর সঙ্গে দেখা করে গোটা ঘটনার বর্ণনা শুনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য নেতৃত্বরা। গত ১৩ জুন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, এই ঘটনার তদন্ত করবে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ব্যুরো। দুর্ঘটনার ২৮ ঘণ্টা পর এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার কাজও শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৃত্যুকে ধোঁকা দিয়ে কার্যত যমের দুয়ার থেকে হেঁটে অ্যাম্বুল্যান্সে উঠেছিলেন বিশ্বাসকুমার রমেশ।
  • ভয় ধরানো সেই মুহূর্তের ভিডিও এবার সামনে এল সোশাল মিডিয়ার দৌলতে।
  • গোটা ঘটনা চাক্ষুস করেছিলেন সেখানে উপস্থিত স্থানীয়রা।
Advertisement