shono
Advertisement
Airbus A320

সৌর বিকিরণের প্রভাব! বিশ্বজুড়ে ৬ হাজার বিমানের 'ত্রুটি' সংশোধনে এয়ারবাস, প্রভাব ভারতেও

ভারতে অন্তত ২৫০ থেকে ৩০০ বিমানে এই আপডেট প্রয়োজন বলে জানা গিয়েছে।
Published By: Anustup Roy BarmanPosted: 10:05 AM Nov 29, 2025Updated: 01:22 PM Nov 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। তারই মাঝে উদ্বেগ বাড়াল এয়ারবাসের সতর্কবার্তা। ইউরোপের বিমান প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে, সৌর বিকিরণে প্রভাবিত হতে পারে তাদের তৈরি বহুল ব্যবহৃত এ৩২০ যাত্রীবাহী বিমানগুলোর সফটওয়্যার। ফলস্বরূপ ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্বজুড়ে প্রায় ৬ হাজার বিমানের সফটওয়্যার আপডেট করার কাজ শুরু করেছে তারা। ভারতেও প্রায় ৩০০টি এ ৩২০ বিমানে কাজ চলছে। আপাতত তাদের উড়ান স্থগিত। স্বাভাবিকভাবেই প্রবাবিত বিমান পরিষেবা।    

Advertisement

জানা গিয়েছে, সৌর বিকিরণের জেরে প্রভাবিত হতে পারে এয়ারবাস এ৩২০র সফটওয়্যার। এই প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য অবিলম্বে বিমানগুলির সফটওয়্যার আপডেট করতে হবে। এর পাশাপাশি, হার্ডওয়্যারের পুনর্বিন্যাস প্রয়োজন বলেও জানানো হয়েছে। এই কারণেই বিশ্বজুড়ে প্রায় ছয় হাজার বিমানের জন্য সতর্কতা জারি করেছে এয়ারবাস।

এই ঘটনার প্রভাব পড়তে চলেছে ভারতেও। জানা গিয়েছে, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া-সহ অন্যান্য সংস্থা মিলিয়ে প্রায় ৫৬০টি এ৩২০ বিমান চলাচল করে ভারতে। তাঁর মধ্যে অন্তত ২৫০ থেকে ৩০০ বিমানে এই আপডেট প্রয়োজন বলে জানা গিয়েছে। এই কারণে দেশজুড়ে শুক্রবার বিমান পরিষেবা ব্যহত হতে পারে বলে জানানো হয়েছে।

ইন্ডিগো জনিয়েছে, 'এয়ারবাস বিশ্বজুড়ে এ৩২০ বিমানের জন্য একটি প্রযুক্তিগত পরামর্শ দিয়েছে। আমরা সমস্ত সুরক্ষা প্রোটোকল মেনে পূর্ণ সতর্কতায় আমাদের বিমানের আপডেটগুলি করছি। এই কাজের সময় কিছু বিমানের সময়সূচীতে সামান্য পরিবর্তন হতে পারে।' অন্যদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, 'এয়ারবাস এ৩২০ বিমানের সফটওয়্যার আপডেটের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। যদিও আমাদের বেশিরভাগ বিমান এতে প্রভাবিত হয়নি। তবে, কিছু উড়ানে বিলম্ব হতে পারে অথবা বাতিল হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৌর বিকিরণের ফলে ব্যাঘাত ঘটতে পারে বিমান পরিষেবায়।
  • সফটওয়ার সংক্রান্ত সমস্যা সমাধানে কোমর বেঁধে নেমে পড়ল সংস্থা।
  • ছয় হাজার বিমানে এর প্রভাব পড়তে চলেছে।
Advertisement