সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কাটতে গিয়ে হুলুস্থুল! কার্যত পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হল কটকে। টিকিট কাটার তাড়ায় প্রবল ভিড়ে ধাক্কাধাক্কি, দৌড়-সবমিলিয়ে শুক্রবার সকালে বরাবাটি স্টেডিয়ামের সামনে চূড়ান্ত অব্যবস্থা। প্রবল ভিড়ে উন্মত্ত জনতার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারতের শেষ ম্যাচ পড়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। সেই ওয়ানডে ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে চাহিদা তুঙ্গে ছিল। বছরশেষে আবারও কটকে খেলছে মেন ইন ব্লু। ৯ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ওড়িশার কটকে। সেই ম্যাচের টিকিট নিয়েই যাবতীয় বিতর্ক। আগামী মঙ্গলবারের ম্যাচের জন্য অনলাইনে পর্যাপ্ত টিকিট ছাড়া হয়নি বলেই অভিযোগ। তাই শীতের সকালে কাঁপতে কাঁপতে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাজারে হাজারে মানুষ অপেক্ষা করছেন বরাবাটি স্টেডিয়ামের গেটের বাইরে। দরজা খোলামাত্র বিপুল মানুষের ভিড় যেন আছড়ে পড়ে টিকিট কাউন্টারের সামনে। একে অপরকে ধাক্কা মেরে এগিয়ে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা, সেই দৃশ্যও দেখা গিয়েছে। টিকিট কাটা নিয়ে এহেন সমস্যা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন আমজনতা। ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়ে তাঁদের তোপ, স্টেডিয়ামের যে দর্শকাসন তার খুবই কম অংশের টিকিট ছাড়া হয়েছে অনলাইনে।
বরাবাটি স্টেডিয়ামে ৪৫ হাজার আসন রয়েছে। কিন্তু তার মধ্যে ২০ হাজার আসনের টিকিট বিক্রির জন্য ছাড়া হয়েছে বলে সূত্রের খবর। বাকিটা ভিআইপিদের জন্য সংরক্ষিত বা পাস হিসাবে দেওয়া হচ্ছে, এমনটাই মত ক্রিকেটপ্রেমীদের। যেহেতু টিকিটের অভাব, তাই কালোবাজারি বাড়ছে হু হু করে। ১ হাজার টাকার টিকিট বিক্রি হচ্ছে ৬ হাজারে। যে টিকিটের দাম ৬ হাজার, সেটা ১১ হাজারে বিকোচ্ছে। শুক্রবারই অফলাইনে টিকিট বিক্রি শুরু হয় বরাবাটি স্টেডিয়ামে। তারপরেই কার্যত পদপিষ্ট পরিস্থিতি কটকে।
উল্লেখ্য, চলতি বছরের চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে পদপিষ্ট হয়ে ১১ ক্রিকেটপ্রেমীর মৃত্যু হয়েছে। তারপরেও কেন বরাবাটি স্টেডিয়ামের সামনে এত মানুষের জমায়েত আটকাতে পারল না ওড়িশা প্রশাসন, উঠছে প্রশ্ন।
