সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নেও বি আর আম্বেদকরকে অপমান করতে পারেন না। তুমুল বিতর্কের আবহে এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করছে কংগ্রেস, এমন অভিযোগও এনেছেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবার সংসদে আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন শাহ। তার ব্যাখ্যা দিতে বুধবার সাংবাদিক সম্মেলন করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। ভুয়ো খবর ছড়াচ্ছে কংগ্রেস। আমি কোনওদিন আম্বেদকরজির বিরুদ্ধে কথা বলতেই পারি না। ওরা আমার কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষের কাছে তুলে ধরছে। আমি সকলকে অনুরোধ করছি, আমার কথা পুরোটা শুনুন। তবেই বুঝতে পারবেন গোটা বিষয়টি। আমি এমন একটি দল এবং সমাজের সদস্য়, যারা স্বপ্নেও আম্বেদকরকে অপমান করতে পারবে না।"
উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন শাহ বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।” সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, “১০০ বার ওর (বিআর আম্বেদকর) নাম নিলেও কিন্তু ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর।”
কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “বিআর আম্বেদকরকে শাহের অপমান প্রমাণ করে দিয়েছে, বিজেপি এবং তাদের আদর্শগত ভিত্তি আরএসএস তেরঙা ও অশোক চক্রের বিরোধী।” এর পরই শাহের পদত্যাগ চেয়ে বুধবার সকাল থেকে সংসদ চত্বরে বিক্ষোভে শামিল হন কংগ্রেস সাংসদেরা। যাবতীয় বিতর্কের জবাব দিতেই বুধবার সাংবাদিক সম্মেলন করেন শাহ। সেখানে অবশ্য কংগ্রেসকেই দুষেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।