সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি হিংসা মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন বামপন্থী ছাত্রনেতা উমর খালিদ। পারিবারিক অনুষ্ঠানের জন্য খালিদের ৭ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে দিল্লির এক আদালত। তবে ওই সাতদিনের জামিনের জন্যও উমরকে একাধিক শর্ত মানতে হবে।
সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) তীব্র আন্দোলন ও হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উমরকে গ্রেপ্তার করে ইউএপিএ ধারায় মামলা করেছিল দিল্লি পুলিশ। তার পর থেকে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন জেএনইউ-এর এই প্রাক্তন ছাত্রনেতা। প্রতিবারই তা খারিজ হয়ে যায়। তবে এবার পারিবারিক বিবাহ অনুষ্ঠান উপলক্ষে ৭ দিনের জন্য জেলমুক্তি হতে চলেছে উমরের। বামপন্থী ওই ছাত্রনেতা ১০ দিনের জন্য অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন। তবে শর্তসাপেক্ষে তাঁর ৭ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে।
রাজধানীর মাটিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লির হিংসায় মৃত্যু হয় ৫৩ জনের। এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসাবে উঠে আসে উমরের নাম। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই বছরের সেপ্টেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে দায়ের হয় রাষ্ট্রদ্রোহের মামলা। যদিও উমর খালিদের (Umar Khalid) গ্রেপ্তারির বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছিল। অভিযোগ ওঠে, সিএএ-এনআরসি বিরোধী স্বর দমনেই উমরকে জেলবন্দি করা হয়েছে।
দিল্লি হাই কোর্টের ২০২২ সালের ১৮ অক্টোবরের রায়ে তাঁর জামিনের আর্জি খারিজ হলে শীর্ষ আদালতে গিয়েছিলেন উমর। ২০২৩ সালের অগস্টে উমরের জামিনের আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র। এর পরে শীর্ষ আদালত থেকে জামিনের আর্জি প্রত্যাহার করে নিয়ে নতুন করে করকরডুমা আদালতের দ্বারস্থ হয়েছিলেন উমর। সেখানেও জামিন মেলেনি। সদ্যই পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য নতুন করে জামিনের আবেদন করেন উমর। এবার তাঁকে ৭ দিনের জন্য জামিন দেওয়া হল। ফলে চার বছরেরও বেশি সময় পর জেলমুক্তি হতে চলেছে বামপন্থী ছাত্রনেতার।