shono
Advertisement
Andhra Pradesh

স্কুটারে বাজি নিয়ে যাওয়াই কাল! আচমকা বিস্ফোরণে ঝলসে গেলেন আরোহী

দুর্ঘটনায় গুরুতর জখম আরও পাঁচ।
Published By: Biswadip DeyPosted: 08:08 PM Oct 31, 2024Updated: 08:10 PM Oct 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুটারে বাজি নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরও পাঁচ। দিওয়ালির দিন এমনই দুর্ঘটনার সাক্ষী হল অন্ধ্রপ্রদেশের এলুরু জেলা।

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, ওই ব্যক্তি বাইকে করে হাতে তৈরি 'অনিয়ন বম্ব' নিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই স্কুটারটি একটি গর্তে পড়ে। আর তাতেই আচমকা ফেটে যায় ওই বাজিগুলি। বিকট বিস্ফোরণে স্কুটারটি ঢেকে যায় ধোঁয়ায়। দেখা যায়, তিনি পুড়ে গিয়েছেন। শরীরে তৈরি হয়েছে বহু ক্ষত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আশপাশে থাকা আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কী এই 'অনিয়ন বম্ব'? পেঁয়াজের আকারের ওই বাজির বিশেষত্ব হল ধাক্কা খেলে ফেটে যায়। এক্ষেত্রেও তাই হয়েছে। আচমকাই স্কুটারটি গর্তে পড়ে যাওয়াতেই ঘটে যায় বিপত্তি। মুহূর্তে সশব্দে আলো ঝলসে ফেটে যায় বোমাটি। প্রায় এক ছোটখাটো ডিনামাইট বিস্ফোরণ ঘটে যেতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। মুহূর্তে উৎসবের আবহ বদলে গেল শোকের আবহে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্কুটারে বাজি নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে মৃত্যু হল এক ব্যক্তির।
  • আহত আরও পাঁচ।
  • দিওয়ালির দিন এমনই দুর্ঘটনার সাক্ষী হল অন্ধ্রপ্রদেশের এলুরু জেলা।
Advertisement