shono
Advertisement
Andhra Pradesh

ভোটের মাঝে ফের উদ্ধার টাকার পাহাড়! অন্ধ্রপ্রদেশে ট্রাক থেকে উদ্ধার ৮ কোটি

ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করেছে পুলিশ।
Published By: Biswadip DeyPosted: 06:40 PM May 09, 2024Updated: 06:40 PM May 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সোমবার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) চতুর্থ দফার নির্বাচন। সেদিনই অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ২৫ আসনের ভোট। আর তার ঠিক আগেই ভোটমুখী রাজ্যে উদ্ধার হল প্রায় ৮ কোটি টাকা। গরিকাপাড়ুতে নাকা তল্লাশি চালানোর সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয় টাকার পাহাড়।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, আচমকাই গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে টাকা। এর পরই শুরু হয় তল্লাশি। আর তখনই একটি ট্রাকের ভিতরে তাড়া তাড়া ৫০০ টাকার নোট দেখতে পান পুলিশকর্মীরা। দেখা যায়, প্রায় আট কোটি টাকা রয়েছে সেখানে। আটক করা হয়েছে ট্রাকের চালক ও তাঁর সহকারীকে। গুন্টুরে যাচ্ছিল ট্রাকটি। বাজেয়াপ্ত হওয়া সমস্ত টাকা তুলে দেওয়া হয়েছে জেলার স্ক্রুটিনি দলের হাতে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের। টাকাগুলো কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, কেই বা তা পাঠিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক আছে কিনা তা জানতেও অনুসন্ধান করা হচ্ছে।

[আরও পড়ুন: তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে মৃত ৫ মহিলা-সহ ৮ শ্রমিক

প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রচুর পরিমাণে অর্থ উদ্ধার হয়েছিল ঝাড়খণ্ডের রাঁচিতে। সে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রীর আপ্ত সহায়কের পরিচারকের বাড়ি থেকে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। ভোটের মাঝে এত টাকা উদ্ধারে স্বভাবতই প্রশ্ন উঠেছে, তবে কি এত নগদ নির্বাচনের কাজে লাগানোর পরিকল্পনা ছিল? এর মধ্যেই এবার অন্ধ্রপ্রদেশে উদ্ধার কোটি কোটি টাকা।

[আরও পড়ুন: ভোটের মধ্যেই মুখোমুখি বিতর্কে বসুন মোদি ও রাহুল, অভিনব প্রস্তাব প্রাক্তন বিচারপতিদের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচন।
  • সেদিনই অন্ধ্রপ্রদেশের ২৫ আসনের ভোট। আর তার ঠিক আগেই ভোটমুখী রাজ্যে উদ্ধার হল প্রায় ৮ কোটি টাকা।
  • গরিকাপাড়ুতে নাকা তল্লাশি চালানোর সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয় টাকার পাহাড়।
Advertisement