shono
Advertisement

‘লবি করে মুখ্যমন্ত্রী হওয়া যাবে না’, হিমন্তর মন্তব্যে অশান্তির আগুন অসম বিজেপিতে

নির্বাচনের একদিন আগে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী বিবাদ।
Posted: 10:20 AM Mar 26, 2021Updated: 10:58 AM Mar 26, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাবার্তা শেষ। এবার যুদ্ধ। বৃহস্পতিবার শেষ হল অসম ভোটের প্রথম দফার প্রচার। আগামী শনিবার রাজ্যে প্রথম দফার নির্বাচন। ১২৬ আসনের বিধানসভায় ভোট হতে চলেছে ৪৭টি কেন্দ্রে। ইভিএমে বোতাম টেপার আগে মুখ্যমন্ত্রী ইস্যুতে রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) মন্তব্য ঘিরে শুরু জল্পনা।

Advertisement

“প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যদি লবি করে মনে করেন, তিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, তা হলে তিনি ভুল ভাবছেন। কারণ, বিজেপি কোনও লবিতে বিশ্বাস করে না।  ভোটে জিতলে অসমের মুখ্যমন্ত্রী ঠিক করবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় কমিটি।” হিমন্তের এই মন্তব্যে তৈরি হয়েছে জল্পনা। কারণ, পশ্চিমবঙ্গের মতোই অসমে ভোটে জিতলে কাকে মুখ্যমন্ত্রী করা হবে, তা এখনও স্পষ্ট করেনি বিজেপি। তাই রাজনৈতিক মহলের দাবি, নাম না করলেও ঠারেঠোরে হিমন্তের নিশানায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল (Sarbananda Sonowal), তা কার্যত স্পষ্ট।

[আরও পড়ুন: দেশে বাড়ছে করোনা সংক্রমণ, লকডাউনের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন RBI গভর্নর]

বাংলার মতোই অসমেও বিজেপিকে টার্গেট ঠিক করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পশ্চিমবঙ্গে ২০০ হলে, এ রাজ্যে বিজেপির মিশন ১০০।  প্রথম দফার ভোটের আগেই রাজ্যে ফের বিজেপির সরকার গঠনের ইঙ্গিত মিলেছে এক জাতীয় টেলিভিশন চ্যানেলের জনমত সমীক্ষা থেকে। তবে, ওই জনমত সমীক্ষার প্রকাশিত ফলে অসমে তিন অঙ্ক থেকে অনেক দূরেই গেরুয়া শিবির। এই সব সমীক্ষা নিয়ে অবশ্য চিন্তিত নয় রাজ্য বিজেপি (BJP)। বরং তারা আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বেঁধে দেওয়া টার্গেটের থেকে অনেক বেশি আসন পাবে তারা। নির্মূল হয়ে যাবে বিরোধী কংগ্রেস ও তার সঙ্গী জোট।  উজান,উত্তর ও মধ্য অসম। মূলত প্রথম দফায় শনিবার ভোট হতে চলেছে রাজ্যের এই তিন অংশে। যেখানে সবার নজর শুধুমাত্র মাজুলির দিকেই। এই কেন্দ্রেই প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। জোরহাট থেকে প্রার্থী হয়েছেন অসম বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী। প্রথম দফায় হেভিওয়েট তালিকায় নাম আছে অসম প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি রিপুন বোরার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement