সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে তদন্ত। আয়কর বিভাগের পর এবার ইডির স্ক্যানারে ব্রিটিশ সংবাদমাধ্যম। বিদেশি অনুদান সংক্রান্ত লেনদেনে গরমিল থাকতে পারে, এই অভিযোগে FEMA আইনে সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করছে ইডি।
সূত্রের খবর, ইতিমধ্যেই বিদেশি লেনদেন নিয়ন্ত্রকর আইন বা ফেমা আইনে বিবিসির বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংস্থার কাছে বিদেশি অনুদান সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে বলেও সূত্রের দাবি। জানা যাচ্ছে, বিবিসির সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও চেয়ে পাঠিয়েছে ইডি। প্রাথমিকভাবে BBC’র তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
[আরও পড়ুন: বিরোধী ঐক্যের স্বার্থে ‘উদারতা’ কংগ্রেসের, সোনিয়ার বদলে UPA চেয়ারপার্সন হতে পারেন নীতীশ!]
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র নিয়ে বিতর্কের পর দ্বিতীয়বার কেন্দ্রীয় তদন্তের মুখে পড়তে হল বিবিসি ইন্ডিয়াকে। এর আগে প্রায় ৫৯ ঘণ্টা বিবিসির দিল্লি এবং মুম্বইয়ের অফিসে ‘সমীক্ষা’ চালিয়েছিলেন আয়কর বিভাগের কর্তারা। সেই আয়কর সমীক্ষা থেকে বিবিসির বিরুদ্ধে কোনও বেনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।
[আরও পড়ুন: আরও বিপাকে রাহুল গান্ধী, এবার সাভারকার মন্তব্যের জেরে দায়ের মানহানির মামলা]
আয়কর সমীক্ষার পর বিরোধীরা ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিল। এবারেও সেই অভিযোগ উঠছে। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যমটি বিবৃতি দিয়ে বুঝিয়ে দিয়েছে, এই আয়কর (Income Tax) হানার কোনও প্রভাব তাঁদের সংবাদ পরিবেশনের উপর পড়বে না। আগের মতোই নির্ভয়ে এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করবে সংস্থা। বিদেশ থেকেও ভারত সরকারের উপর থেকে চাপ আসছিল।