shono
Advertisement
Bengaluru

লাগাতার মানসিক নির্যাতনে ‘আত্মঘাতী’ তথ্যপ্রযুক্তি কর্মী! কাঠগড়ায় সরকারি আধিকারিক

দেহের পাশ থকেই উদ্ধার হয়েছে ১০ পাতার সুইসাইড নোট।
Published By: Subhodeep MullickPosted: 05:18 PM Dec 04, 2025Updated: 05:18 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মানসিক নির্যাতন, হেনস্তার অভিযোগ তুলে আত্মঘাতী হলেন এক তথ্যপ্রযুক্তি কর্মী। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর নাল্লুরাহল্লিতে। মৃতের নাম মুরলী গোবিন্দরাজুর। তাঁর দেহের পাশ থকেই উদ্ধার হয়েছে ১০ পাতার একটি সুইসাইড নোট।

Advertisement

জানা গিয়েছে, ২০১৮ সালে এক আত্মীয়ের কাছ থেকে একটি জমি কেনেন মূরলী। সেখানে তিনি একটি বাড়ি তৈরি করছিলেন। অভিযোগ, সেই সময় নির্মাণকাজে বাধা দেন শশী নাম্বিয়ার নামে স্থানীয় এক যুবক। দাবি করেন, যথাযথ নিয়ম বা মেনেই বাড়িটি তৈরি করা হচ্ছে। এমনকী তিনি ‘গ্রেটার বেঙ্গালুরু অথরিটি’ (জিবিএ)-তে অভিযোগও দায়ের করেন। তারপরই কাজ আটকে যায়। মুরলী তাঁর সুইসাইড নোটে অভিযোগ করেছেন, শশী এবং তাঁর আরও এক পড়শি উষা তাঁকে ক্রমাগত মানসিক নির্যাতন করতেন। শুধু তাই নয়, টাকার জন্য চাপও দিতেন তাঁরা। এখানেই শেষ নয়। অভিযোগ, জিবিএ-র আধিকারিকরাও মুরলীকে টাকার জন্য চাপ দিতে থাকেন এবং হেনস্তা করেন।

অন্যদিকে, মৃতের পরিবারের অভিযোগ, জিবিএ-র আধিকারিকরা শশীর কাছ থেকে ২০ লক্ষ টাকা দাবি করেন। এমনকী তাঁরা সময়সীমাও বেঁধে দেন বলে অভিযোগ উঠেছে। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন শশী। পাশাপাশি, জিবিএ-র আধিকারিকরা যুবককে ক্রমাগত হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে। এরপরই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন শশী এবং আত্মহত্যার পথ বেছে নেই। গোটা ঘটনায় ইতিমধ্যেই তদদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার হয়নি।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মানসিক নির্যাতন, হেনস্তার অভিযোগ তুলে আত্মঘাতী হলেন এক তথ্যপ্রযুক্তি কর্মী।
  • বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর নাল্লুরাহল্লিতে।
  • মৃতের নাম মুরলী গোবিন্দরাজুর।
Advertisement