shono
Advertisement

Breaking News

Bihar

বিহারে বেহাল রাহুল! 'ভোটার অধিকার যাত্রা'পথের সব আসনে হার কংগ্রেসের

রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা শুরু হয় সাসারামে শেষ হয় পাটনায়।
Published By: Anustup Roy BarmanPosted: 04:28 PM Nov 14, 2025Updated: 04:56 PM Nov 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে রেকর্ড আসন পেয়ে জয়ের দোরগোড়ায় এনডিএ জোট। জেডিইউ-কে পিছনে ফেলে বিহারের একক সংখ্যাগরিষ্ঠ দল হতে চলেছে বিজেপি। শুধু এখানেই শেষ নয়। কংগ্রেস এবং রাহুল গান্ধীর জন্য এই হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, রাহুলের ভোটার অধিকার যাত্রা যে ১১০ আসনকে ছুঁয়ে গিয়েছে সেখানে কোনও আসনে নির্বাচনের ফল তাঁর পার্টির পক্ষে নেই।

Advertisement

জানা গিয়েছে, রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা শুরু হয় সাসারামে শেষ হয় পাটনায়। প্রায় ২৫ জেলা এবং ১১০ আসন আসনের উপর দিয়ে যায় এই যাত্রা। বিহারের অন্দরে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার পথ পরিক্রমা করেন রাহুল। ভোট গণনায় দেখা যাচ্ছে এই যাত্রাপথের একটিও আসনের ফল কংগ্রেসের পক্ষে নেই। তারা এখন বিহারে কিষণগঞ্জ এবং মণিহারি মাত্র এই দুটি আসনে এগিয়ে রয়েছে।

কংগ্রেসের সমীকরণে ছিল রাহুলের আগের যাত্রার হিসাব। কংগ্রেসের দাবি, রাহুলের আগের যাত্রাগুলি ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২৩ সালের তেলঙ্গানা নির্বাচনে তাদের ভালো পারফরম্যান্স করতে সাহায্য করে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে গান্ধী যে দুটি 'ভারত জোড়ো' যাত্রা করেন, সেই যাত্রার ৪১টি আসন জেতে কংগ্রেস। তেলেঙ্গানায়, নির্বাচনে জিতে সরকার গঠন করে কংগ্রেস। কিন্তু বিহারের ফল ঠিক উলটো।

বিহারে ভোটের মুখে রাহুল গান্ধী তথা কংগ্রেস প্রচারের মূল ইস্যু হিসাবে তুলে এনেছিলেন SIR-কে, ভোটচুরিকে। যা কোনওভাবেই বিহারের স্থানীয় ইস্যু নয়। তাছাড়া SIR শেষ হয়ে যাওয়ার পর বেশি বৈধ ভোটারের নাম বাদ না যাওয়ায়, সেই ইস্যুও ধোপে টেকেনি। মাঝখান থেকে মূল যে ইস্যু সেই বেকারত্ব, দলিত নির্যাতন, দুর্নীতি, সেসব পিছনে পড়ে গিয়েছে। তাছাড়া শেষবেলায় এসে তেজস্বী যে সব পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন, সেটাও বিশেষ বিশ্বাসযোগ্য হয়নি আমজনতার।

বিহারের নির্বাচনে লড়ে বেশিরভাগ আসন জিতেছে এনডিএ। বিজেপি এবং জেডিইউ দুই দলই বেশিরভাগ আসন জিতেছে। বিজেপি এখন ৯৫টি এবং জেডিইউ ৮৫টি আসনে এগিয়ে আছে। পাশাপাশি, জোট শরিকরাও ভালো ফল করেছে নির্বাচনে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) তাদের প্রতিদ্বন্দ্বিতা করা ২৮টি আসনের মধ্যে ২২টিতে এগিয়ে। উপেন্দ্র কুশওয়াহার আরএলএম ৬টির মধ্যে ৩টিতে এগিয়ে। অন্যদিকে, জিতন রাম মাঝির এইচএএম ৬টির মধ্যে ৫টি অ্যা এগিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জয়ের দোরগোড়ায় এনডিএ জোট।
  • রাহুল গান্ধীর জন্য এই হার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • ভোটার অধিকার যাত্রা শুরু হয় সাসারামে শেষ হয় পাটনায়।
Advertisement