সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির (BJP) হয়ে ফের নির্বাচনে লড়তে চলেছেন এক চাওয়ালা। তবে পেশায় চায়ের দোকানের মালিক হলেও আজ তিনি কোটিপতি। হিমাচল প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে (Himachal Pradesh Election) সিমলা থেকে লড়তে চলেছেন তিনি। বিরোধীদের প্রশ্নের জবাবে তাঁর বক্তব্য, তাঁর জীবনের লড়াইটা কেউ দেখেনি। কিন্তু আজ তাঁর সম্পত্তি দেখে সকলে কথা বলছে।
জানা গিয়েছে, সিমলা শহরের বিধানসভা কেন্দ্রে বিজেপি পদপ্রার্থীর নাম সঞ্জয় সুদ। তাঁর জীবনে উত্থানের কাহিনী অনেকটা সিনেমার মতোই। এবিভিপির সক্রিয় সদস্য হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। ১৯৮০ সালে একটি চায়ের দোকান খোলেন তিনি। সিমলার পুরনো বাসস্ট্যান্ড চত্বরের এই দোকানের আয়ের উপরে নির্ভর করে জীবন চালাতেন সঞ্জয়। যতটা সম্ভব নিজের রোজগার থেকে সঞ্চয় করতেন তিনি।
[আরও পড়ুন: মর্মান্তিক! বাড়িতে তৈরি চা পানের পরই উত্তরপ্রদেশে প্রাণ হারাল ২ শিশু-সহ পাঁচজন]
চা বিক্রি করে যেটুকু পয়সা পেতেন, তা জমিয়ে ধীরে ধীরে নানা রকমের সম্পত্তি কিনতে শুরু করেন সঞ্জয়। নিজের জীবনের কথা বলতে গিয়ে সঞ্জয় বলেছেন, “প্রতিদিন ১০০ টাকা করে পোস্ট্যাল ব্যাঙ্কে জমা করতাম আমি। প্রথমেই অনেক কিছু কিনে ফেলতে পারিনি। ধীরে ধীরে আমার সম্পত্তির পরিমাণ বাড়তে থাকে।” নির্বাচনী হলফনামা অনুযায়ী, প্রায় দেড় কোটি টাকার অস্থাবর সম্পত্তি আছে সঞ্জয়ের। স্ত্রীয়ের সঙ্গে সঞ্জয়ের যৌথ সম্পত্তির পরিমাণ দুই কোটি ৭০ লক্ষ টাকা।
তবে এত বিশাল সম্পত্তির কারণে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে সঞ্জয়কে। কিন্তু সেদিকে কান দিতে নারাজ বিজেপি প্রার্থী। তিনি বলেছেন, “বিরোধীরা আমার সম্পত্তি দেখছে। কিন্তু তার পিছনে আমার কতখানি পরিশ্রম রয়েছে, সেই বিষয়ে তাদের কোনও ধারণা নেই। স্কুল কলেজে নিজের পড়াশোনার খরচ চালাতে খবরের কাগজ বিলি করতাম। আমি কোনওদিন ভাবিনি এই জায়গায় পৌঁছতে পারব। বিজেপির সকলের কাছে আমি কৃতজ্ঞ।”