shono
Advertisement
Priyanka Gandhi

হলফনামায় মিথ্যা তথ্য! প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে বিজেপি

ওয়ানড় থেকে প্রথমবার ভোট ময়দানে নেমেই দাদা রাহুলের জয়ের ব্যবধান ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা।
Published By: Subhajit MandalPosted: 08:56 AM Dec 22, 2024Updated: 08:56 AM Dec 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ বিজেপি। ওয়ানড়ের বিজেপি প্রার্থী নব্যা হরিদাসের দাবি, নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক। তাই তাঁর সাংসদ পদ খারিজ করা হোক। এই মর্মে কেরল হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisement

গত ১৩ নভেম্বর উপনির্বাচনে কেরলের ওয়ানড় লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেন প্রিয়াঙ্কা গান্ধী। শপথ নিয়ে পুরোদমে সাংসদ জীবন শুরুও করেছেন তিনি। এবার তাঁর সাংসদ পদ খারিজের আর্জি জানিয়ে কেরল হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেত্রী নব্যা হরিদাস। বিজেপি নেত্রীর দাবি, প্রিয়াঙ্কা মনোনয়নপত্রে তাঁর এবং পরিবারের সম্পত্তির সঠিক হিসাব দেননি এবং 'মিথ্যা তথ্য' দিয়েছেন। যা আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গের শামিল এবং অনৈতিক বলে তিনি দাবি করেন।

২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি হাই কোর্টে ছুটি থাকবে। তাই আগামী বছরের জানুয়ারিতে আবেদনের শুনানি হতে পারে, জানিয়েছেন নব্যা। মামলা দায়ের করা আইনজীবী হরি কুমার জি নায়ার বলেছেন, আবেদনে 'প্রিয়াঙ্কার এবং তাঁর পরিবারের মালিকানাধীন বিভিন্ন সম্পত্তির গুরুত্বপূর্ণ তথ্য গোপন' এবং 'ভোটারদের বিভ্রান্ত করা, ভুল তথ্য দেওয়া'র অভিযোগে তাঁর নির্বাচন রদ করার দাবি করা হয়েছে।

প্রায় ২ দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও এই প্রথম সরাসরি ভোট রাজনীতিতে নেমেছিলেন প্রিয়াঙ্কা। দাদা রাহুল গান্ধীর ছেড়ে আসা কেরলের ওয়ানড় আসন থেকে লোকসভার লড়াইয়ে নামেন তিনি। বলা বাহুল্য, ওয়ানড়বাসী ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কাকে। প্রথমবার ভোট ময়দানে নেমেই দাদা রাহুলের জয়ের ব্যবধানকে ছাপিয়ে গিয়েছেন তিনি। ২০২৪ লোকসভা নির্বাচনে ওয়ানড় থেকে ৩ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে জেতেন রাহুল গান্ধী। সেখানে প্রিয়াঙ্কা জিতেছেন ৪ লক্ষেরও বেশি ভোটে। সেই নির্বাচনকেই এবার চ্যালেঞ্জ করছে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ বিজেপি।
  • ওয়ানড়ের বিজেপি প্রার্থী নব্যা হরিদাসের দাবি, নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক।
  • এই মর্মে কেরল হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
Advertisement