shono
Advertisement

Breaking News

ত্রিপুরায় BJP-তে ভাঙন? সরকারি চাকরির পরীক্ষা নিয়ে বিপ্লব দেবকে তোপ দলেরই বিধায়ক সুদীপের

সুদীপের ক্ষোভ প্রসঙ্গে টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
Posted: 02:13 PM Aug 20, 2021Updated: 05:45 PM Aug 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ত্রিপুরার দিকে নজর সকলের। ত্রিপুরা দখলে মরিয়া তৃণমূল। জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে বিজেপির অন্দরে তীব্র চাপানউতোর। কারণ, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman)। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে সমস্যার শুরু। তবে কি সেই রাজ্যের শাসক শিবিরে ভাঙনের ইঙ্গিত? রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।

Advertisement

বৃহস্পতিবার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে একটি ফেসবুক (Facebook) পোস্ট  করেন। তাতে তিনটি মূল প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। স্থানীয় ভাষা হিসাবে ওই পরীক্ষায় কীভাবে ইংরাজি স্থান পেল, সে প্রশ্ন তুলেছেন। পরীক্ষার সিলেবাস নিয়েও প্রশ্ন তুলেছেন। কেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সিলেবাসের পরিসীমা নির্দিষ্ট নেই, সেই প্রশ্নও তোলেন বিধায়ক। এছাড়া স্থানীয়দের অধিকার কেন নিশ্চিত হল না পরীক্ষাতে সে প্রসঙ্গেও ক্ষোভ উগড়ে দেন সুদীপ।

[আরও পড়ুন: পরকীয়া সন্দেহে ‘তালিবানি অত্যাচার’! এক ফোঁটা জলও না দিয়ে ঘরবন্দি করে স্ত্রীকে মার স্বামীর]

তাঁর ফেসবুক পোস্ট নজর এড়ায়নি নেটিজেনদের। শেয়ার, কমেন্টের ঝড় বইতে শুরু করে নেটদুনিয়ায়। রাজনৈতিক মহলেও কানাঘুষো শুরু হয়ে যায়। এ প্রসঙ্গে টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি লেখেন, “সরকারি চাকরির পরীক্ষা নিয়ে বিজেপি বিধায়ক সুদীপ বর্মনের পোস্ট। কী অবস্থা! মুখ্যমন্ত্রীকে জরুরি বিষয় বলার সুযোগ দলের সিনিয়র বিধায়কেরই নেই। পোস্ট করতে হয়।”

ত্রিপুরার রাজনীতি সম্পর্কে ওয়াকিবহালদের মতে, বিপ্লব দেব এবং সুদীপ রায় বর্মন একই দলের নেতা হলেও, দু’জনের মধ্যে দূরত্ব অনেকখানি। তার উপর আবার সম্প্রতি দিল্লি গিয়েছিলেন সুদীপ। তাঁর দিল্লি (Delhi) সফরের পর এহেন পোস্ট যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

[আরও পড়ুন: সন্ন্যাসীর মুখে মদ ঢেলে একাদশীর উপবাস ভঙ্গের অভিযোগ, রামপুরহাটের ঘটনার প্রতিবাদে সরব BJP]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement