সোমনাথ রায়, নয়াদিল্লি: বাংলার নানা ইস্যু নিয়ে সোমবার উত্তাপ বাড়তে চলেছে রাজধানীর। উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের ‘বঞ্চনা’-র কথা তুলে ধরতে বিভিন্ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি এসেছেন উত্তরবঙ্গের ১০ জন বিজেপি বিধায়ক। যার পালটা মিথ্যাচারের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে লোকসভার জিরো আওয়ারে মোথাবাড়ির প্রসঙ্গ তুলতে চলেছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। এই প্রসঙ্গে সংসদ চত্বরে ধরনা প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে বঙ্গ বিজেপি সাংসদদের।
শনিবারই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন উত্তরবঙ্গের দশজন বিধায়ক। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, রেল, অসামরিক বিমান পরিবহণ, সমাজকল্যাণ, পর্যটন, পঞ্চায়েত, পরিবেশ-সহ এক ডজনেরও বেশি বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন তাঁরা। একে একে সংশ্লিষ্ট মন্ত্রীর সময়ও পাওয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ন’টায় রাজ্য বিজেপির বিধায়কদের প্রতিনিধি দল কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করে শুরু হবে শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, শিখা চট্টোপাধ্যায়, দুর্গা মুর্মু, বিশাল লামা, সুশীল বর্মন, মালতি রাভা রায়, কৌশিক রায়, পুনা ভেঙরা, চিন্ময় দেবদের কর্মসূচি। এরপরে সামাজিক ন্যায়মন্ত্রী রামদাস আঠাওয়ালের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বঙ্গ বিজেপি বিধায়কদের প্রতিনিধিদলের।
এই প্রসঙ্গে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন দিকে বঞ্চিত আমরা। মন্ত্রীদের সঙ্গে দেখা করে নিজেদের অধিকারের কথা তুলে ধরা হবে।” সংসদ অধিবেশন চলা সত্ত্বেও মন্ত্রীদের সঙ্গে দেখা করার সময় পাওয়ার বিষয়ে আশাবাদী বলেই জানিয়েছেন তাঁরা। সমাজকল্যাণ, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন তাঁরা। বিজেপি বিধায়কদের সফরকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “উত্তরবঙ্গ নিয়ে মিথ্যা কথা বলছে বিজেপি৷ হতাশার কথা বলছে বিজেপির বিধায়ক৷ যে দলের বিধায়করা বলেন, বাংলাকে টাকা না দিতে, তাদের বিধায়করা বাংলার স্বার্থে যাচ্ছেন দিল্লিতে এটা কেউ বিশ্বাস করবেন না। ভোট আসছে বুঝতে পারবে বিজেপি।”