shono
Advertisement
Bihar

বিহারে ভোট মিটতেই এনডিএ শিবিরে ফাটল! ‘পরিবারতন্ত্র চলছে’, কুশওয়াহার দল ছাড়লেন ৭ নেতা

বিহারে মন্ত্রী হয়েছেন কুশওয়াহার পুত্র।
Published By: Subhodeep MullickPosted: 07:05 PM Nov 27, 2025Updated: 07:05 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ভোট মিটতেই এনডিএ শিবিরে ফাটল! জোটের অন্যতম শরিক উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) ছাড়লেন সাত ‘বিক্ষুব্ধ’ নেতা। তাঁদের বক্তব্য, দলের প্রধান আসলে পরিবারতন্ত্র চালাচ্ছেন। প্রসঙ্গত, এই পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে বারবার আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এবার সেই বাণে বিদ্ধ খোদ এনডিএ।

Advertisement

আসলে এনডিএ-র শরিক আরএলএম-এর কোটায় যে মন্ত্রক গিয়েছে, সেটি নিজের ছেলে দীপক প্রকাশকে দিয়েছেন উপেন্দ্র। কিন্তু এই দীপক কোনওদিন ভোটে দাঁড়ানো তো দূরের কথা, সক্রিয় রাজনীতিও করেননি। একেবারেই অনভিজ্ঞ। কিছুদিন আগে পর্যন্ত তিনি ছিলেন বিদেশে। বিহারের রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগই ছিল না তাঁর। কোনওদিন ভোটেও লড়েননি। মাঠে নেমে রাজনীতি করেননি। কোনও দলের ঝান্ডা ধরেননি। এমনকী কোনও রাজনৈতিক দলের সক্রিয় সদস্যও ছিলেন না। অথচ নীতীশ কুমারের দশম মন্ত্রিসভায় তাঁকে মন্ত্রী করে দেওয়া হল স্রেফ পরিবারের পরিচিতির ভিত্তিতে। তাতেই চটেছেন দলীয় নেতাদের একাংশ।

দলত্যাগী নেতা জিতেন্দ্র নাথ বলেন, "আমি গত ন'বছর ধরে আমি কুশওয়াহাজির সঙ্গে রয়েছি। তাঁর রাজনীতি খুব ভালোভাবে বুঝতে জানি। তিনি একসময় নিজেকে নীতিশ কুমারের উত্তরসূরি কল্পনা করতেন। এখন তিনি নিজের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন। তাই পরিবারতন্ত্র চালাতে শুরু করেছেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিহারে ভোট মিটতেই এনডিএ শিবিরে ফাটল!
  • জোটের অন্যতম শরিক উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) ছাড়লেন সাত ‘বিক্ষুব্ধ’ নেতা।
  • তাঁদের বক্তব্য, দলের প্রধান আসলে পরিবারতন্ত্র চালাচ্ছেন।
Advertisement