shono
Advertisement

বিহারে মাঝনদীতে ৫০ জন যাত্রীকে নিয়ে ডুবল নৌকা, নিখোঁজ অন্তত দশ

স্রোতের টান সামলাতে না পেরে উলটে যায় নৌকাটি।
Posted: 11:46 AM Sep 05, 2022Updated: 02:13 PM Sep 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চাশ জনেরও বেশি যাত্রী বোঝাই নৌকা ডুবে গেল বিহারের (Bihar) দানাপুরে। সোমবার সকালের এই ঘটনায় নিখোঁজ অন্তত দশ জন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গিয়েছে, ওই নৌকায় সকলেই শ্রমিক ছিলেন। কাজ সেরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

পাটনার কাছে দানাপুরে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, অন্তত পঞ্চাশ জন শ্রমিককে নিয়ে নদী পার হচ্ছিল ওই নৌকাটি (Bihar Boat Accident)। আচমকাই মাঝনদীতে স্রোতে বাড়তে থাকে। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় নৌকাটি। যাত্রীরাও সকলে জলের তলায় চলে যান। স্থানীয় মানুষের উদ্যোগেই তাঁদের উদ্ধার করা শুরু হয়। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে ৪০ জনকে উদ্ধার করে।

[আরও পড়ুন: লখনউয়ের অভিজাত হোটেলে বিধ্বংসী আগুন, একধিক আবাসিকের ঝলসে মৃত্যুর আশঙ্কা]

তবে এখনও জানা যায়নি ঠিক কতজন যাত্রী নৌকায় উঠেছিলেন। অনুমান করা যাচ্ছে আপাতত দশজন এখনও নিখোঁজ। প্রায় চার ঘণ্টা ধরে উদ্ধারকাজ চললেও তাঁদের উদ্ধার করা যায়নি। দানাপুরের সাব ডিএম জানিয়েছেন, ওই দশ জনকে উদ্ধার করার চেষ্টা করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আরও জানা গিয়েছে, কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন পঞ্চাশ জন শ্রমিক। তখনই নৌকাডুবির ঘটনা ঘটে।

প্রচুর পরিমাণে পশুখাদ্য নিয়ে ফিরছিলেন ওই শ্রমিকরা। তাঁরা সকলেই শাহপুর থানা এলাকার দায়ুদপুর এলাকার বাসিন্দা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গঙ্গার মাঝখানে এসে স্রোত বেড়ে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাত্রীবোঝাই নৌকা। শেরপুর ঘাটের কাছেই ডুবে যায় নৌকাটি। তবে স্থানীয় প্রশাসন আশা করছে, খুব তাড়াতাড়ি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা যাবে।

[আরও পড়ুন: ভয়াবহ হামলা কানাডায়, ছুরির আঘাতে অন্তত ১০ জনকে খুন দুই সন্ত্রাসবাদীর!]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement