shono
Advertisement

Breaking News

Delhi

বিস্ফোরণের আবহেই দিল্লির একাধিক স্কুল, আদালতে বোমাতঙ্ক, শুরু তল্লাশি

ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
Published By: Kousik SinhaPosted: 12:20 PM Nov 18, 2025Updated: 01:15 PM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের দুঃস্বপ্ন এখনও টাটকা। এর মধ্যেই সাকেত আদালত, পাটিয়ালা আদালত, তিস হাজারি কোর্ট-সহ রাজধানীর একাধিক নিম্ন আদালতে বোমাতঙ্ক। এরপরেই রাতারাতি সমস্ত আদালত খালি করে দেওয়া হয়েছে। বের করে দেওয়া হয়েছে আইনজীবীদের। বন্ধ রয়েছে শুনানি। ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দিল্লি পুলিশের বিশাল টিম, বম্ব স্কোয়াড। শুরু হয়েছে তল্লাশি। শুধু তাই নয়, দিল্লির দ্বারকা এবং প্রশান্ত বিহার এলাকার দুটি সিআরপিএফ স্কুলেও বোমাতঙ্ক ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। খালি করে দেওয়া হয়েছে দুটি স্কুলই। সেখানেও তল্লাশি চলছে বলে খবর। যা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে।

Advertisement

জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে পাক জঙ্গি সংগঠন জইশের নাম করে একটি ইমেল পাঠানো হয়। যেখানে একাধিক গুরুত্বপূর্ণ আদালত, স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতারাতি খালি করে দেওয়া হয় একের পর এক নিম্ন আদালত। সমস্ত আইনজীবী থেকে শুরু করে সেই সময় আদালতে থাকা সমস্ত মানুষকে দ্রুত বের করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় শুনানিও। এর মধ্যেই দিল্লির দ্বারকা এবং প্রশান্ত বিহার এলাকার দুটি সিআরপিএফ স্কুলেও বোমা রাখা আছে বলে খবর আসে। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা।

শুরু হয় তল্লাশি। যদিও এখনও পর্যন্ত দীর্ঘ তল্লাশিতেও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। তবে কোনও ঝুঁকি নিতে নারাজ পুলিশ কর্তারা। হুমকি মেলের পরেই রাজধানীজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সমস্ত জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। অন্যদিকে হুমকি নেপথ্যে কে বা কারা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। আদালত এবং স্কুলে একই জায়গা থেকে হুমকি পাঠানো হয়েছে নাকি আলাদাভাবে দেওয়া হয়েছে তাও দিল্লি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। তদন্ত যত এগোচ্ছে ততই একের পর এক তথ্য সামনে আসছে। এরমধ্যেই এহেন হুমকি পেল যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি বিস্ফোরণের দুঃস্বপ্ন এখনও টাটকা।
  • এর মধ্যেই সাকেত আদালত, পাটিয়ালি আদালত, তিস হাজারি কোর্ট-সহ রাজধানীর একাধিক নিম্ন আদালতে বোমাতঙ্ক।
Advertisement