shono
Advertisement
BPCL

ডিজিটাল বিপ্লব! রিফ্রয়েড টেকনোলজির সঙ্গে যৌথ উদ্যোগে ডেটা সেন্টার BPCL-এর

A-I নিয়ন্ত্রিত অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণে বড় উদ্যোগ।
Published By: Kishore GhoshPosted: 09:08 PM Feb 02, 2025Updated: 09:08 PM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ডিজিটাল বিপ্লব! এবার A-I নিয়ন্ত্রিত অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণে বড় উদ্যোগ নিল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। রিফ্রয়েড টেকনোলজির সঙ্গে যৌথ উদ্যোগে 'নেক্সট জেনারেশন' A-I নিয়ন্ত্রিত অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নিল তারা। এই ডেটা সেন্টারের কাজ সম্পূর্ণ হলে ডিজিটাল পরিকাঠামোর ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে দেশে।

Advertisement

ডিজিটাল অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার। প্রযুক্তির একাধিক চ্যালেঞ্জ সামলে যা তৈরি করছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং রিফ্রয়েড টেকনোলজি। যেখানে উন্নত করা হচ্ছে 'কুলিং সলিউশন'। পাশাপাশি এই অত্যাধুনিক প্রযুক্তি পরিবেশবান্ধবও বটে। এর ফলে অনেকটাই কমবে কার্বন নির্গমণ।

এই বিষয়ে বিপিসিএল-এর এক্সিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর সেন বলেন, BPCL এই অগ্রগামী উদ্যোগের বাস্তবায়নে এবং নেতৃত্ব দিতে পেরে সম্মানিত। অন্যদিকে রিফ্রয়েড টেকনোলজির সিইও সত্য ভাবারাজু বলেন, বিপিসিএলের সঙ্গে অংশীদারিত্বে এই উদ্যোগের জন্য আমরা গর্বিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডিজিটাল অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার।
  • পাশাপাশি এই অত্যাধুনিক প্রযুক্তি পরিবেশবান্ধবও বটে। এর ফলে অনেকটাই কমবে কার্বন নির্গমণ।
Advertisement