shono
Advertisement
Shreyas Iyer

'চ্যাম্পিয়ন করেও সম্মান পাইনি', আইপিএলের আগে কেকেআর নিয়ে বিস্ফোরক শ্রেয়স

আগামী মরশুমে পাঞ্জাব কিংসের নেতৃত্ব দেবেন ।
Published By: Subhajit MandalPosted: 11:14 PM Mar 11, 2025Updated: 11:14 PM Mar 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর হাত ধরেই কেটেছে এক দশকের ট্রফির খরা। কেকেআর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মরশুমে কাঙ্ক্ষিত আইপিএল ট্রফি শহরে এনেছিলেন শ্রেয়স আইয়ার। অথচ তাঁকেই নাকি যোগ্য সম্মান দেয়নি নাইটরা। অন্তত শ্রেয়সের তাই অভিযোগ। তিনি স্পষ্ট বলেছেন, "দলকে চ্যাম্পিয়ন করে যে সম্মানটা পাব ভেবেছিলাম সেটা আমি পাইনি।"

Advertisement

কেকেআর ছাড়ার পর শ্রেয়স এই প্রথমবার মুখ খুললেন। আর কোনও রাখঢাক না করেই সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী তারকা বলে দিলেন, "আমার অন্তত মনে হয়, চ্যাম্পিয়ন হওয়ার পর আমার যে স্বীকৃতি পাওয়া উচিত ছিল তা পাইনি।" শ্রেয়সের সংযোজন, "নিজের কাজটা সর্বোচ্চ সততার সঙ্গে করার পরও কেউ গুরুত্ব বা দিলে খারাপ লাগেই।"

গতবারের অধিনায়ক শ্রেয়সকে এবার রিটেনশনের তালিকায় রাখেনি কেকেআর। শোনা গিয়েছিল, শ্রেয়স কেকেআরে থাকার জন্য যে অঙ্কের টাকা চেয়েছিলেন তাতে রাজি ছিল না নাইট কর্তৃপক্ষ। যদিও সরকারিভাবে কোনওপক্ষই টাকা পয়সার ব্যাপারে কিছু বলেনি। শ্রেয়সকে কেন রিটেন করা হল না, তার ব্যাখ্যাই ফ্র্যাঞ্চাইজির তরফে বলা হয়, তাঁদের তরফে চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দু-তরফ ঐক্যমত্যে পৌঁছতে পারেনি। কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলে দেন, "রিটেনশনটা পরস্পরের প্রতি সম্মানের ব্যাপার। এ ক্ষেত্রে সেটা ছিল না।"

শ্রেয়স অবশ্য সরাসরিই বলে দিয়েছেন, তাঁকে সম্মান দেওয়া হয়নি। তিনি বলেছেন, "আমার প্রধান লক্ষ্য ছিল আইপিএল ট্রফি জেতা। সেটা জিতেছি। কিন্তু দলে যথাযোগ্য সম্মান পাইনি।" উল্লেখ্য, আগামী মরশুমে পাঞ্জাব কিংসের নেতৃত্ব দেবেন। এবারও আইপিএল জয়কেই পাখির চোখ করছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁর হাত ধরেই কেটেছে এক দশকের ট্রফির খরা।
  • কেকেআর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মরশুমে কাঙ্ক্ষিত আইপিএল ট্রফি শহরে এনেছিলেন শ্রেয়স আইয়ার।
  • অথচ তাঁকেই নাকি যোগ্য সম্মান দেয়নি নাইটরা।
Advertisement