সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি সাংসদ রমেশ বিধুরি প্রকাশ্যে সংসদে তাঁকে কটূক্তি করেছিলেন! জাত-ধর্ম নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল। পরে এথিক্স কমিটিতেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার নিজের দলেও ব্রাত্য বিএসপি সাংসদ দানিশ আলি। দলবিরোধী কার্যকলাপের জন্য দানিশকে সাসপেন্ড করে দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী (Mayawati)। ওয়াকিবহাল মহলের ধারণা, কংগ্রেসের সঙ্গে অতিরিক্ত মাখামাখিরই খেসারত দিত হল দানিশকে।
মায়াবতী বেশ কিছুদিন ধরেই কংগ্রেস (Congress) এবং বিজেপির (BJP) সঙ্গে সমদূরত্ব বজায় রাখার নীতি নিয়ে এগোচ্ছেন। এমনকী, বিরোধীদের জোট ইন্ডিয়াতেও যোগ দেননি তিনি। অথচ দানিশ দলের সেই অবস্থানকে বুড়ো আঙুল দেখিয়ে পুরোপুরি ইন্ডিয়া জোটের সাংসদদের সঙ্গে মিশে গিয়েছেন।
[আরও পড়ুন: উদ্বোধনের বাকি দেড় মাস, প্রকাশ্যে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের ছবি]
কংগ্রেসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও কারও নজর এড়ায়নি। দানিশকে রমেশ বিধুরী যেদিন কটূক্তি করলেন, তার পর দিনই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যান রাহুল গান্ধী (Rahul Gandhi)। তারপর থেকে নিয়মিত কংগ্রেস সাংসদের মতোই আচরণ করে চলেছেন তিনি। সম্ভবত সেকারণেই দানিশকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিলেন মায়াবতী। বিএসপির সাধারণ সম্পাদক সতীশ মিশ্র দানিশকে চিঠি দিয়ে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। আমরোহার সাংসদ আপাতত দলহীন।
[আরও পড়ুন: ‘সোনিয়াকে প্রণাম, খাড়গেকে নয়! দলিত বলেই?’ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপির]
দানিশ আলি রাজনৈতিক কেরিয়ার শুরু করেন দেবেগৌড়ার দল জেডি(এস) থেকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনে দেবেগৌড়ার সম্মতিক্রমেই উত্তরপ্রদেশের আমরোহা থেকে বিএসপির (BSP) টিকিটে ভোটে লড়েন দানিশ। বিজেপির প্রবল হাওয়ার মধ্যেও তিনি ওই মুসলিম অধ্যুষিত আসনটি জেতেন ৬৩ হাজার ভোটে। সেবার সমাজবাদী পার্টির সঙ্গে জোট ছিল বিএসপির। রাজনৈতিক মহলে জল্পনা, বিএসপি থেকে সাসপেন্ড হওয়া সাংসদ কংগ্রেসে বা সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন।