সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ আইন পাশ হওয়ার পর প্রথম পদক্ষেপ গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশে! পান্না জেলায় বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল মাদ্রাসা। প্রশাসনের দাবি, অবৈধভাবে জায়গা দখল করে তৈরি করা হয়েছিল ওই মাদ্রাসা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা পরিচালন কমিটি নিজে থেকেই ওই মাদ্রাসা ভেঙে ফেলেছে বলে দাবি করা হচ্ছে।

জানা গিয়েছে, অবৈধ নির্মাণের অভিযোগে ওই মাদ্রাসার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন এক মুসলিম ব্যক্তি। সেই অভিযোগের পর মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর মাদ্রাসা কমিটির কাছে নোটিস পাঠায় প্রশাসন। সেই নোটিসের ভিত্তিতে মাদ্রাসা কমিটিই ওই শিক্ষা প্রতিষ্ঠানে বুলডোজার হামলা চালায় বলে জানা যাচ্ছে। প্রশাসন জানিয়েছেন, মাদ্রাসা কমিটিকে নোটিস পাঠানোর নির্দিষ্ট সময় পর ওই মাদ্রাসায় বুলডোজার চালাত প্রশাসন। তবে তার আগেই পরিচালনকমিটি নিজেরাই উদ্যোগ নিয়ে সেটি বুলডোজারে ভেঙে ফেলে।
জানা যাচ্ছে, গত ৩০ বছর ধরে পান্নার বিডি কলোনিতে অবৈধভাবে চলছিল মাদ্রাসাটি। এর আগে একাধিকবার নোটিস দেওয়া হয়েছিল মাদ্রাসা পরিচালন কমিটিকে। সম্প্রতি ওয়াকফ আইন পাশ হওয়ার পর ফের কড়া নোটিস পাঠায় প্রশাসন। মাদ্রাসা ভাঙার সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেটি যে ভাঙা পড়বে বুঝতে পেরে প্রশাসনের পদক্ষেপের আগে নিজেরাই সেটি ভেঙে ফেলে।
মাদ্রাসা কমিটির তরফে জানানো হয়েছে, শুরুতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে অনুমতি নিয়ে ওই মাদ্রাসা চালু করা হয়েছিল। পরে এটি পুরসভার অধীনে আসে। এবং এই নির্মাণকে অবৈধ বলে ঘোষণা করা হয়। গত বেশ কয়েক বছর ধরে এই ইস্যুতে মামলাও চলছিল আদালতে। তবে সাম্প্রতিক আইন অনুযায়ী মাদ্রাসাটি ভাঙা পড়ত। তাই নিজেরাই উদ্যোগ নিয়ে সেটি বুলডোজারে ভেঙে ফেলা হয়েছে।