shono
Advertisement
Yemen

এবার যুদ্ধ ইয়েমেনে! আমেরিকার বিমান হানায় মৃত অন্তত ৩৮, পালটা বদলার হুঙ্কার হাউথিদের

গাজায় ইজরায়েল যুদ্ধ শুরু করতেই লোহিত সাগর উত্তপ্ত করে রেখেছে হাউথিরা।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:27 PM Apr 18, 2025Updated: 02:28 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার হামলায় রক্তাক্ত ইয়েমেন! মার্কিন সেনার বিমানহানায় মৃত অন্তত ৩৮। আহত শতাধিক। এই আক্রমণের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হাউথি। লোহিত সাগরের তীরে ইয়েমেনের হোদেইদা গভর্নরেটে হাউথিদের জ্বালানির উৎসই টার্গেট ছিল আমেরিকার। গত কয়েকদিন ধরেই এই ঘাঁটির উপর নজর রেখেছিল আমেরিকা। ফলে এবার কী ইয়েমেনেও আরেক যুদ্ধ শুরু হতে চলেছে? 

Advertisement

২০২৩ সালে গাজায় ইজরায়েল যুদ্ধ শুরু করতেই লোহিত সাগর উত্তপ্ত করে রেখেছে হাউথিরা। কারণ এই লড়াইয়ে তারা হামাসের পাশে। তাই আমেরিকা, ব্রিটেন-সহ বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজে হামলা চালাচ্ছে সশস্ত্র সংগঠনটি। পালটা আক্রমণ শানাচ্ছে মার্কিন সেনাও। রয়টার্স সূত্রে খবর, আজ শুক্রবার হাউথিদের তেল বন্দরে আকাশপথে হামলা চালায় পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৩৮ জনের। আহতের সংখ্যা ১০২।

এক বিবৃতি দিয়ে সেন্টকম জানিয়েছে, '১০ বছরেরও বেশি সময় ধরে ওই অঞ্চলটিতে সন্ত্রাস ছড়াচ্ছে হাউথিরা। এর জন্য তাদের অর্থায়ন করা হচ্ছে। ইরানের মদতপুষ্ট হাউথিদের জ্বালানির এই উৎসটি নিশ্চিহ্ন করতে মার্কিন সেনা এই পদক্ষেপ করেছে। এদিকে, আমেরিকার এই আক্রমণ পালটা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে হাউথিরা। আজই ইজয়ায়েলে মিসাইল ছোড়ে তারা। কিন্তু সেই হামলা প্রতিহত করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। ফলে নতুন করে যুদ্ধের মেঘ ঘনাচ্ছে মধ্যপ্রাচ্যে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংঘাত বেড়েছে ইজরায়েল ও হাউথিদের মধ্যেও। কয়েকমাস ধরেই ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনটির ডেরা গুঁড়িয়ে দিতে ইয়েমেনে হামলা চালাচ্ছে তেল আভিভও। গত ডিসেম্বরে ইয়েমেনে বন্দি রাষ্ট্রসংঘের কর্মীদের দ্রুত মুক্তি নিয়ে আলোচনা ও স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে গিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস ও তাঁর সঙ্গীরা। সেই সময় বিমানবন্দরে হামলা চালায় ইজরায়েল। কোনও মতে ভয়ংকর বিপদের হাত থেকে রক্ষা পান সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমেরিকার হামলায় রক্তাক্ত ইয়েমেন! মার্কিন সেনার বিমানহানায় মৃত অন্তত ৩৮। আহত শতাধিক।
  • এই আক্রমণের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হাউথি।
  • লোহিত সাগরের তীরে ইয়েমেনের হোদেইদা গভর্নরেটে হাউথিদের জ্বালানির উৎসই টার্গেট ছিল আমেরিকার।
Advertisement