সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচিং সেন্টারে দুর্ঘটনায় ৩ UPSC পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। মর্মান্তিক সেই ঘটনার পর দিল্লি জুড়ে অবৈধ কোচিং সেন্টার বন্ধ করার পাশাপাশি এবার বুলডোজার অ্যাকশনে নামল দিল্লি পুরসভা। সোমবার দিল্লির ওল্ড রাজিন্দর নগরে রাস্তার পাশে গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। পাশাপাশি এই ধরনের ঘটনা আটকাতে ফুটপাত দখলমুক্ত করে নতুন করে নিকাশি নালা মেরামতের কাজ শুরু করা হয়েছে।
রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে গোটা দিল্লি (Delhi)। ঠিক কী হয়েছিল? পশ্চিম দিল্লির রাজেন্দ্র নগরে ‘রাও’স আইএএস স্টাডি সার্কল কোচিং সেন্টার’। সেখানে বহু পড়ুয়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন। বেসমেন্টে রয়েছে কোচিং সেন্টারের লাইব্রেরি। সেখানেই পড়াশোনা করছিলেন কয়েকজন। দমকল সূত্রে জানানো হয়েছে, আচমকাই বেসমেন্টে জল ঢুকতে শুরু করলে জলমগ্ন হয়ে পড়েন পড়ুয়ারা। কয়েকজনকে উদ্ধার করা গেলেও শেষপর্যন্ত জলে ডুবে মারা যান তিন পড়ুয়া। এই খবর প্রকাশ্যে আসতেই সরকারের বিরুদ্ধে সরব হয় সরব হয় গোটা দেশ। মেধাবী পড়ুয়াদের এমন মর্মান্তিক পরিণতির জন্য গোটা সিস্টেমকেই দায়ী করেছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার কথায়, “পরিকাঠামোর এমন ধস আসলে সিস্টেমের যৌথ ব্যর্থতা। নিরাপদ ও সুখকর জীবন প্রতিটি নাগরিকের অধিকার এবং সরকারের দায়িত্ব।”
[আরও পড়ুন: বিহারে ৬৫% সংরক্ষণ বাতিলের নির্দেশ বহাল, সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা নীতীশের]
বিতর্ক চরম আকার নিতেই নড়েচড়ে বসে প্রশাসন। বেআইনিভাবে বেসমেন্ট ব্যবহারের অভিযোগ তুলে বন্ধ করে দেওয়া হয় ১৩টি বেসমেন্ট। কোচিং সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটরের পাশাপাশি মোট ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এমনকি ভিডিওতে দেখা সেই 'থর' গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়। যিনি জোরে গাড়ি চালিয়ে যাওয়ায় ঢেউয়ের তোড়ে ভেঙে যায় বেসমেন্টের গেট। এই ঘটনা প্রসঙ্গে এমসিডির এক আধিকারিক বলেন, এই ঘটনায় ওই বেসমেন্ট মালিকের চূড়ান্ত গাফিলতি প্রকাশ্যে এসেছে। আধিকারিক বলেন, সেদিন যদি নিকাশি গেট খোলা থাকত তাহলে ওই পড়ুয়ারা বেঁচে যেতে পারতেন।
[আরও পড়ুন: নিরাপত্তার দোহাই দিয়ে কাশ্মীরে নির্বাচন বন্ধের আশঙ্কা বাসিন্দাদের]
এ প্রসঙ্গে এমসিডির তরফে বলা হয়েছে, বেসমেন্ট মূলত পার্কিং ও গুদামঘর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে যদি কেউ তা অন্য কাজে ব্যবহার করেন তাহলে নজরদারি চালানো বেশ কঠিন। প্রশাসনের তরফে কড়া পদক্ষেপের পাশাপাশি এবার দিল্লির রাজেন্দ্র নগরে বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে বুলডোজার অভিযানে নামল দিল্লি পুরসভা।