সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর হানায় এবার কোটি কোটি টাকা উদ্ধার রাজস্থানে। উদয়পুরের এক পরিবহণ ব্যবসায়ীর ১৩৭ কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত হল সোমবার। আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে, চারদিন ধরে অভিযান চালানো হয়। ২৩টি জায়গায় হানা দিয়ে নগদ চার কোটি টাকা এবং ৪৫ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তর। মোট হিসাব বহির্ভুত সম্পত্তির পরিমাণ ১৩৭ কোটি টাকা।
আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ীর নাম তিকম সিং রাও। তাঁর মুম্বই এবং রাজস্থানে ব্যবসা রয়েছে। ‘উদয়পুর গোল্ডেন ট্র্যান্সপোর্ট অ্যান্ড লজিস্টিকস’ নামের একটি নামী সংস্থা রয়েছে। গত চারদিন ধরে গোল্ডেন ট্র্যান্সপোর্ট-সহ বেশ কয়েকটি সংস্থায় হানা দেয় আয়কর দপ্তর। হিসাব বহির্ভূত যে ১৩৭ কোটি টাকার সম্পত্তি মিলেছে, আয়কর আধিকারিকদের দাবি, তা তিকম এবং তাঁর ছোট ভাই গোবিন্দ সি রাওয়ের।
আয়কর দপ্তর জানিয়েছে, রাজস্থানে এর আগে একটি অভিযানে এত পরিমাণে সোনা বাজেয়াপ্ত হয়নি। বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত হয়েছে। সেগুলি যাচাই করে দেখা হচ্ছে। উল্লেখ্য, উদয়পুর, জয়পুর এবং মুম্বই থেকে বেশ কিছু সন্দেহজনক নথি হাতে পায় আয়কর দপ্তর। এর পরেই চারদিন ধরে ২৩টি জায়গায় অভিযান চালানো হয়। যাতে বড় সাফল্য পেলেন আয়কর আধিকারিকরা।