সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার পর এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার প্রয়াগরাজ ভেঙে নয়া জেলা গঠন করল যোগী সরকার। ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হবে মহাকুম্ভ মেলা। তার আগেই এই জেলা ভেঙে আরও একটি জেলা গঠন করল যোগী সরকার। চারটি ব্লক ও ৬৭টি গ্রাম নিয়ে গঠিত নয়া এই জেলার নাম 'মহাকুম্ভ মেলা'।
জানা যাচ্ছে, হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র এই মেলা সুষ্ঠুভাবে আয়োজন করতেই অস্থায়ীভাবে এই জেলা গঠন করা হয়েছে। যদিও এই জেলা স্থায়ী জেলা নাকি কুম্ভ মেলা আয়োজনের জন্য সাময়িক প্রশাসনিক ব্যবস্থা, তা স্পষ্ট নয়। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এটি মেলা উপলক্ষে অস্থায়ী জেলা। যদিও সরকারি বিজ্ঞপ্তিতে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। নির্দেশিকায় জানা গিয়েছে, নয়া এই জেলায় নিযুক্ত হবেন নতুন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং নির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এতদিন পর্যন্ত উত্তরপ্রদেশে জেলার সংখ্যা ছিল ৭৫টি। নতুন জেলা নির্মাণের ফলে এই সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৬টি। রবিবার প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্রকুমার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, সেখানে দেখা গিয়েছে, প্রয়াগরাজের চারটি মহকুমা ও ৬৭টি গ্রাম মিলে এই জেলা গঠন করা হয়েছে। যার মধ্যে রয়েছে, সদর মহকুমার ২৫টি গ্রাম, সোরাঁও মহকুমার তিনটি গ্রাম, ফুলপুর মহকুমার ২০টি গ্রাম এবং করছনা মহকুমার ১৯টি গ্রাম।
উল্লেখ্য, প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজে বসে মহাকুম্ভের আসর। আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। উত্তরপ্রদেশ প্রয়াগরাজ মেলা পর্ষদ আইন অনুযায়ী, মেলা পরিচালনার জন্য রাজ্য সরকারের একজন শীর্ষ আধিকারিককে নিযুক্ত করা হয়। প্রশাসনের তত্ত্বাবধানে তিনিই সমস্ত কাজ পরিচালনা করেন। মেলার নিরাপত্তা মাথায় রেখে এবারও জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। চলতি মাসের মাঝামাঝি সময়ে মেলার প্রস্তুতি পর্যবেক্ষণে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।