সোমনাথ রায়, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুখবর। মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল মোদি সরকার। যার জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার বেড়ে দাঁড়াল ৫৫ শতাংশ। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। তাঁদের মধ্যে ৪৮.৬৬ লক্ষ কর্মী ও ৬৬.৫৫ লক্ষ পেনশনভোগী। ১ জানুয়ারি, ২০২৫ থেকে এই হিসেব কার্যকর হবে। তবে এবারের বৃদ্ধির হার গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রসঙ্গত, অতিমারীর সময় তিনবার ডিএ স্থগিত করে দেওয়া হলেও ২০২১ সাল থেকে ফের ডিএ দেওয়া শুরু করেছে কেন্দ্র। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে ৩ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। ফলে ৫০ থেকে তা বেড়ে হয়েছিল ৫৩ শতাংশ। এবার তা বাড়ল আরও ২ শতাংশ।
গত কয়েক বছরে, মহার্ঘ ভাতা ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু ৭৮ মাসে অর্থাৎ সাড়ে ৬ বছরে প্রথমবার মহার্ঘ্য ভাতা মাত্র ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন এবারের বৃদ্ধির হার এত কম? জানা যাচ্ছে, খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে মোদি প্রশাসন।