সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যান্ত মুরগির ছানা গিলে অকাল মৃত্যু হল বছর ৩৫-এর এক যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরের এক গ্রামে। তবে আশ্চর্যের বিষয় হল, যুবকের মৃত্যুর পর ময়নাতদন্তে তাঁর পেট থেকে বের হয় সেই মুরগিট। যা যুবকের পেটের মধ্যে বহাল তবিয়তে জীবিত ছিল। যদিও কেন ওই যুবক জীবিত অবস্থায় মুরগিটি গিলে ফেলে তা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে তান্ত্রিকের পরামর্শেই এই কাণ্ড ঘটান যুবক
জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম আনন্দ যাদব। পরিবারের দাবি, স্নান সেরে বের হওয়ার পরই অসুস্থবোধ করেন যুবক। এর পর অচৈতন্য হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা তখনও জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে যুবকের দেহ ময়নাতদন্ত করেন চিকিৎসকরা। তখনই স্পষ্ট হয় গোটা ঘটনা। দেখা যায় ২০ সেন্টিমিটার দৈর্ঘের একটি মুরগির ছানা গিলে ফেলেছিলেন আনন্দ। যা তাঁর শ্বাসনালি ও খাদ্যনালি রুদ্ধ করে দেয়। যার জেরেই এই মৃত্যু। যুবকের পেট থেকে জীবন্ত অবস্থাতেই বের করে আনা হয় মুরগিটি।
ময়নাতদন্তে এমন বিরল ঘটনা দেখে রীতিমতো আশ্চর্য হয়ে যান চিকিৎসক সন্তু বাগ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমার জীবনে অন্তত ১৫ হাজার ময়নাতদন্ত করেছি। কিন্তু আমার কেরিয়ারে এমন চমকে দেওয়ার মতো ঘটনা দেখিনি। যদিও ওই যুবক কেন মুরগির ছানা গিলে ফেলেছিলেন তা এখনও স্পষ্ট নয়। গ্রামবাসীদের অনুমান, ওই যুবকের কোনও সন্তান নেই। যার জেরে মাঝে মধ্যেই তান্ত্রিকের কাছে যেতেন তিনি। অনুমান তান্ত্রিকের পরামর্শে এই কাণ্ড করে থাকতে পারেন যুবক।
ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সন্দেহভাজন অভিযুক্ত তান্ত্রিকের খোঁজ শুরু হয়েছে। তাঁর পরামর্শেই যুবক আস্ত মুরগির ছানা গিলেছিলেন কিনা জানার চেষ্টা চলছে।