shono
Advertisement
G20

G20 সম্মেলনে যাচ্ছেন না ট্রাম্প! 'স্বঘোষিত বিশ্বগুরু এবার নিশ্চয়ই যাবেন', মোদিকে খোঁচা কংগ্রেসের

কুয়ালালামপুরে আসিয়ান বৈঠকে ট্রাম্প থাকলেও যাননি মোদি।
Published By: Biswadip DeyPosted: 12:53 PM Nov 08, 2025Updated: 12:53 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২২ ও ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মাটিতে বসবে জি২০ সম্মেলনের আসর। আর তাতে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা কংগ্রেসের। হাত শিবিরের দাবি, 'স্বঘোষিত বিশ্বগুরু' এবার তাহলে নিশ্চিতভাবেই সেখানে যাবেন। আসলে গত অক্টোবরে কুয়ালালামপুরে আসিয়ান বৈঠকে সরাসরি যোগ দেননি মোদি। ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন। মনে করা হয়, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতেই অরাজি ছিলেন তিনি।

Advertisement

এদিন সেই প্রসঙ্গেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে লিখেছেন, 'যেহেতু এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন আগামী ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় হতে চলা G20 সম্মেলনে তিনি থাকছেন না, আমরা নিশ্চিত স্বঘোষিত বিশ্বগুরু সশরীরে ওখানে পৌঁছবেন।' এরপর তিনি লেখেন, 'কখনও না কখনও, কোথাও না কোথাও...' অর্থাৎ কখনও না কখনও ট্রাম্পের সঙ্গে মোদিকে সাক্ষাৎ করতেই হবে বলে কটাক্ষ করেছেন তিনি। 

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে যতগুলি জি২০ সম্মেলন হয়েছে, ব্রিসবেন, হামবুগ্র, বালি, রোম, নয়াদিল্লি-সহ সবগুলিতেই অংশ নিয়েছেন মোদি। এবার তিনি দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন বলেই সূত্রের দাবি। এমতাবস্থায় কংগ্রেসের খোঁচা তাঁকে।

কিন্তু ট্রাম্প কেন যাচ্ছেন না? মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের উপরে হওয়া 'মানবাধিকার বিরোধী নিগ্রহে'ক প্রতিবাদেই তিনি সেখানে যাচ্ছেন না। এর আগে আসিয়ান বৈঠকে অবশ্য তিনি যোগ দিয়েছিলেন। কিন্তু সেই সম্মেলনে যাননি মোদি। যোগ দিয়েছিলেন অনলাইনে। জানিয়েছিলেন, দেশে চলতে থাকা দিওয়ালির উৎসবের কারণেই তিনি সশরীরে বৈঠকে যোগ দেননি।

অক্টোবরে হওয়া আসিয়ান বৈঠকের মাঝেই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার শান্তিচুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই পাক-আফগান যুদ্ধ দ্রুত থামানোর প্রতিশ্রুতি দেন তিনি। পাশপাশি দরাজ সার্টিফিকেট দেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনা প্রধান আসিম মুনিরকে। দু’জনকেই ‘ভালো মানুষ’ বলেন ট্রাম্প। রত-পাক দ্বন্দ্ব সমাধানের কৃতিত্বও নেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ২২ ও ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মাটিতে বসবে জি২০ সম্মেলনের আসর।
  • আর তাতে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা কংগ্রেসের।
  • হাত শিবিরের দাবি, 'স্বঘোষিত বিশ্বগুরু' এবার তাহলে নিশ্চিতভাবেই সেখানে যাবেন।
Advertisement