করোনা LIVE UPDATE: মারণ ভাইরাসের থাবা, প্রাণহানি এক সিআরপিফ জওয়ানের

08:29 AM Jun 08, 2020 |
Advertisement

সোমবার থেকেই খুলল নানা অফিস, শপিং মল, ধর্মস্থান। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে সাবধান না হলেই সর্বনাশ। তবে দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২, ৫৬,৬১১। মৃত্যু হয়েছে ৭১৩৫ জনের। পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে  দাঁড়িয়েছে ৮১৮৭ জন। এখন ও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২৪ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

সকাল ১১.২৬: শিলিগুড়িতে খুলল শপিং মল।

Advertising
Advertising

সকাল ১০: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এক সিআরপিএফ জওয়ানের। গত ৫ জুন তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। জানা যায় তিনি করোনা আক্রান্ত। রবিবার গভীর রাতে মারা যান তিনি।

সকাল ৯.৪৪: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৯৯৮৩ জন। মৃত্যু হয়েছে ২০৬ জনের।

সকাল ৯.২২: পুদুচেরিতে করোনা আক্রান্ত ১২৮ জন।

সকাল ৯.১৬: বেঙ্গালুরুর শিবাজি নগরে খুলল চার্চের দরজা।

সকাল ৮.১০: গুরুদ্বারেও স্বাস্থ্যবিধি মেনে শুরু হল প্রার্থনা।

সকাল ৭.৩৬: গোরক্ষনাথ মন্দিরে পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ভোর ৫.৩২: ১৭৫০ জন যাত্রী নিয়ে গোরক্ষপুর থেকে কেএসআর বেঙ্গালুরু স্টেশনে পৌঁছল শ্রমিক স্পেশ্যাল ট্রেন।

ভোর ৫.১৭: লখনউতে খুলল মসজিদ। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আসেন বহু ধর্মপ্রাণ মুসলিম। 

The post করোনা LIVE UPDATE: মারণ ভাইরাসের থাবা, প্রাণহানি এক সিআরপিফ জওয়ানের appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next