সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মাঝে দেশের কোভিড (COVID-19) গ্রাফের তেমন উন্নতি নেই। দৈনিক সংক্রমণ সামান্য নিম্নমুখী হলেও স্বস্তি অধরা। সক্রিয় রোগীর পরিসংখ্যানে জারি থাকছে চিন্তা। উৎসবের দিনগুলিতে সর্বত্রই ভিড়ের ছবি। বেশিরভাগেরই মুখে নেই মাস্ক, স্বাস্থ্যবিধি মেনে চলা থেকে বহু দূরে। আর এসবের জেরে ফের মহামারী মাথাচাড়া দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৯৪৭ জন নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা বৃহস্পতিবারও ছিল ৪২০০র বেশি। অ্যাকটিভ রোগীর সংখ্যা সামান্য কমে দাঁড়িয়েছে ৩৯, ৫৮৩তে।
দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট চিন্তায় রাখছে স্বাস্থ্যমহলকে। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৯৬ জন। শতকরা হিসেবে যা ৯৮.৭৩ শতাংশ। পজিটিভিটি রেট ১.২৩ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩,২০,৭৩৪ নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ১.২৩ শতাংশ রিপোর্ট পজিটিভ।
[আরও পড়ুন: RSS হিন্দুত্বের বিকৃত ব্যাখ্যা করছে, দাবি তুলে সংঘকে পালটা দিতে তৃণমূলের অস্ত্র বিবেকানন্দ]
করোনা ভাইরাসের মোকাবিলায় উৎসবের মরশুমে জোরকদমে চলছে টিকাকরণ (Corona vaccination)। গত ২৪ ঘণ্টায় ৩৪ লক্ষ ২১ হাজারের বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ২১৮.৫২ কোটির বেশি ডোজ পেয়েছেন দেশবাসী।
[আরও পড়ুন: গরু পাচার মামলায় আর CID তদন্ত নয়, অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের]
কোভিডের পাশাপাশি দেশের ডেঙ্গু পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। মশাবাহিত রোগটি বিভিন্ন রাজ্যেই ছড়িয়ে পড়ছে, প্রাণহানির ঘটনাও ঘটছে। এই ঋতু পরিবর্তনের সময় জনতাকে বারবার সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।