shono
Advertisement

Coronavirus: পরীক্ষা বাড়তেই ফের হাজারের উপরে দেশের দৈনিক করোনা আক্রান্ত, স্বস্তি অ্যাকটিভ কেসে

গতকালই দেশের দৈনিক আক্রান্ত ছিল ১৯৭ দিনের মধ্যে সর্বনিম্ন।
Posted: 10:26 AM Oct 27, 2022Updated: 10:26 AM Oct 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজো এবং দিওয়ালির উৎসবের মধ্যে অনেকটা স্বস্তি মিলেছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায়। তার একটা বড় কারণ অবশ্য ছিল করোনা পরীক্ষার হার কমে যাওয়া। উৎসব মিটেছে। ধীরে ধীরে ফের বাড়ছে করোনা পরীক্ষার সংখ্যা। ফের বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। দু’দিন বাদে বৃহস্পতিবার যেমন দৈনিক আক্রান্ত বেড়ে পৌঁছে গিয়েছে হাজারের উপরে।

Advertisement

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১২ জন। গত দু’দিনের তুলনায় যেটা অনেকটাই বেশি। গতকালই দেশের দৈনিক আক্রান্ত ছিল ১৯৭ দিনের মধ্যে সর্বনিম্ন। তবে সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২০ হাজার ৮২১ জন। যা মোট আক্রান্তের মাত্র ৫ শতাংশ।

[আরও পড়ুন: কংগ্রেস সভাপতি পদে দায়িত্ব নিয়েই ‘নিজের টিম’ গড়লেন খাড়গে! ব্রাত্য শশী থারুর]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৭ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৯৮৭ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৭২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।

[আরও পড়ুন: ডেঙ্গু রোগীকে মুসম্বির জুস, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে যোগীরাজ্যের হাসপাতাল]

এদিকে মহামারীকে নির্মূল করার লক্ষ্যে টিকাকরণ চলছে জোরকদমেই। ইতিমধ্যে দেশে করোনা টিকার (Corona vaccine) ২১৯ কোটি ৫৮ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ২২ হাজার পাঁচশোর বেশি ডোজ পেয়েছেন দেশবাসী। তবে সম্প্রতি জনতার মধ্যে বুস্টার বা প্রিকশন ডোজ নেওয়ার আগ্রহ কমছে বলেও লক্ষ্য করেছে কেন্দ্র। এদিকে উৎসবের মধ্যে করোনা পরীক্ষার হার তলানিতে ঠেকলেও এদিন সেটা খানিকটা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement