shono
Advertisement

বায়ু দূষণ ও শীতের জন্য বাড়তে পারে করোনার সংক্রমণ, সতর্কবার্তা AIIMS অধিকর্তার

স্বাস্থবিধি মেনে চলে এই মহামারীর হাত থেকে বাঁচার পরামর্শও দিয়েছেন তিনি।
Posted: 10:19 PM Oct 22, 2020Updated: 10:31 PM Oct 22, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বায়ু দূষণ ও শীতের জন্য বাড়তে পারে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার এই আশঙ্কাই প্রকাশ করলেন এইমসের অধিকর্তা ডা. রণদীপ গুলেরিয়া। ইটালি ও চিনে হওয়া গবেষণার ভিত্তিতে এই তথ্যই সামনে এসেছে বলে জানান তিনি।

Advertisement

বৃহস্পতিবার এপ্রসঙ্গে তিনি বলেন, ‘সোয়াইন ফ্লুয়ের প্রকোপ যেমন শীতকালে বাড়ে তেমনি কোভিড-১৯ (COVID-19) সংক্রমণের ক্ষেত্রেও সেই ঘটনা ঘটতে পারে। এর পাশাপাশি বায়ু দূষণের পরিমাণ যেভাবে বাড়ছে তার ফলেও সংক্রমণ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। গত কয়েকমাস ধরে ইটালি ও চিনে হওয়ায় গবেষণার ভিত্তিতে এই তথ্যই সামনে এসেছে।’

[আরও পড়ুন: অনুমতি ছাড়া দাড়ি রাখার জের, বরখাস্ত উত্তরপ্রদেশের মুসলিম পুলিশকর্মী]

আইসিএমআরের পর্যবেক্ষণ থেকে জানা গিয়েছে প্লাজমা থেরাপি করোনায় মৃত্যুর হার কমায় না। এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এইমসের অধিকর্তা বলেন, ‘আইসিএমআরের গবেষণায় দেখা গিয়েছে এমন অনেক রোগীকে প্লাজমা দেওয়া হয়েছে যাঁদের শরীরে আগের থেকেই অ্যান্টিবডি রয়েছে। যদি এটা আপনার কাছে আগে থেকেই থাকে তাহলে বাইরে থেকে ফের আপনার শরীরে প্রবেশ করিয়ে খুব বেশি লাভ হবে না। তবে এই বিষয়ে এখনই চূড়ান্তভাবে কিছু বলার সময় আসেনি। আরও গবেষণার প্রয়োজন রয়েছে।’

[আরও পড়ুন: পর্যটক ছাড়া প্রবাসী ও বিদেশি নাগরিকদের ভারতে আসার অনুমতি দিল কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement