shono
Advertisement

লোকসভার আগে ফের কংগ্রেসে ভাঙন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রবধূ বিজেপিতে

মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ নেত্রীর।
Posted: 04:15 PM Mar 30, 2024Updated: 04:15 PM Mar 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha 2024) আগে কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত। এবার বিজেপিতে (BJP) যোগ দিলেন অর্চনা পাটিল। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিলের পুত্রবধূ তিনি। শনিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের হাত থেকে গেরুয়া পতাকা নেন অর্চনা।

Advertisement

লোকসভা নির্বাচনের আগে একের পর এক নেতাকর্মী কংগ্রেস (Congress) ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। সেই তালিকায় এবার যোগ হল অর্চনার নাম। তাঁর স্বামী শৈলেশ পাটিল চান্দুরকর মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি। পেশায় চিকিৎসক অর্চনা বর্তমানে উদগিরের লাইফ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারপার্সন পদে রয়েছেন। শনিবার ফড়নবিসের বাসভবনে গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি।

[আরও পড়ুন: অতি বিদ্যা ভয়ংকরী! উচ্চশিক্ষিতদের তুলনায় কাজের সুযোগ বেশি নিরক্ষরদের, বলছে সমীক্ষা

যদিও অর্চনার দাবি, তিনি কোনওদিনই কংগ্রেসের সদস্য ছিলেন না। বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়েই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। শুক্রবার দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। শনিবার গেরুয়া শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, “রাজনীতির ময়দানে নেমে কাজ করতে চাই বলেই বিজেপিতে যোগ দিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে মহিলা সংরক্ষণ আইন এনেছেন, সেটা আমাকে খুব প্রভাবিত করেছে। এই আইনের ফলে মহিলারা সমান অধিকার পাবেন। তৃণমূল স্তরে গিয়ে কাজ করতে চাই।”

অর্চনাকে স্বাগত জানিয়ে ফড়নবিস বলেন, “দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন শিবরাজ পাটিল (Shivraj Patil)। তাঁর পুত্রবধূকে দলে নিতে পারাটা খুবই স্মরণীয় মুহূর্ত। পাটিল পরিবারের ঐতিহ্য বহন করে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।” তাহলে কি এবার লোকসভা নির্বাচনে অর্চনাকে টিকিট দেবে বিজেপি? বাড়ছে জল্পনা।

[আরও পড়ুন: এপ্রিলে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা! জেনে নিন জরুরি তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement