সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১০ জন শিশুর। প্রাথমিক অনুমান ছিল, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব দাবি করলেন, আগুন লেগেছে নিম্নমানের অক্সিজেন কনসেনট্রেটর থেকে। এর পিছনে রয়েছে দায়িত্বে অবহেলার মতো কারণ। যাঁরা এই দুর্ঘটনার জন্য দায়ী তাঁদের কড়া শাস্তির দাবিও জানিয়েছেন অখিলেশ।
ঝাঁসির জেলাশাসক অভিনাশ কুমার জানিয়েছেন, শুক্রবার ১০টা ৩৫ নাগাদ মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লাগে। অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও অন্তত ১০ শিশু মারা গিয়েছে বলে জানা যাচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিত নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি লিখেছেন, 'ঝাঁসি জেলার মেডিক্যাল কলেজের NICU ওয়ার্ডে আগুন লেগে শিশুমৃত্যুর ঘটনা হৃদয়বিদারক ও মর্মান্তিক। জেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাতে।'
এক্স হ্যান্ডলে অখিলেশ যাদব লিখেছেন, 'ঝাঁসি মেডিক্যাল কলেজে ১০ জন শিশুর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ও বহু শিশুর মৃত্যুর আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আগুন লেগেছে অক্সিজেন কনসেনট্রেটর থেকে। মেডিক্যাল ম্যানেজমেন্ট ও প্রশাসনের দায়িত্বে সরাসরি গাফিলতি কিংবা নিম্নমানের অক্সিজেন কনসেনট্রেটরের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য দায়ীদের সকলের কড়া শাস্তির দাবি জানাই।'