সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমুনার জল পবিত্র নাকি অপরিষ্কার! সে প্রশ্নের স্পষ্ট জবাব মিলুক না মিলুক, অরবিন্দ কেজরিওয়ালের জন্য যমুনার জল যে এই মুহূর্তে সবচেয়ে চিন্তার কারণ সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। যমুনার এই জল আবার মিলিয়ে দিয়েছে দেশের দুই যুযুধান রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধীকেও। দুজনে প্রায় একসুরে তোপ দাগলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপকে 'আপদ' বলে কটাক্ষ করেছেন। মোদির বক্তব্য, “দিল্লি বলছে, ‘আপদের’র অজুহাত আর চলবে না, মিথ্যে প্রতিশ্রুতি আর চলবে না। লুটপাট ও মিথ্যার দিন শেষ। মানুষ চায় বিজেপির ‘ডাবল ইঞ্জিন সরকার।" প্রধানমন্ত্রী অভিযোগ করেন, “আপদ গঙ্গা-যমুনা পরিষ্কারের নামে ভোট চেয়েছিল, আর এখন নির্লজ্জের মতো ক্ষমাও চাইছে। এতে ভোট মেলে না।” কেজরিওয়াল দাবি করেছেন দিল্লিকে বদনাম করতে যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা। সে অভিযোগের জবাবও দিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজেই যমুনার জল খান। সেটাতে বিষ মেশানো হতেই পারে না।
ঘটনাচক্রে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এদিন বিকালে মোদির সেই কথাগুলিরই পুনরাবৃত্তি করেছেন। রাহুল এক সভায় বলেছেন, "পাঁচ বছর আগে কেজরিওয়াল বলেছিলেন তিনি যমুনায় স্নান করে যমুনার জল পান করবেন। পাঁচ বছর তো হল। এখনও কেজরিওয়াল যমুনার জলে স্নান করেননি। সাধারণ মানুষকে দূষিত জল খেতে হচ্ছে। আর কেজরিওয়ালজি শিশমহলে থাকেন। কোটি কোটি টাকার বাড়িতে বাস করেন।" আগে এই অভিযোগগুলি শোনা যেত বিজেপি নেতাদের মুখে। এবার রাহুল সেগুলিকে প্রতিধ্বনিত করলেন।
অর্থাৎ কেজরিওয়ালকে আক্রমণে দিল্লিতে একসুর কংগ্রেস ও বিজেপির। কেজরিওয়াল অবশ্য আগেই দাবি করেছিলেন, কংগ্রেস এবং বিজেপি দিল্লিতে যৌথভাবে আপকে হারানোর জন্য লড়ছে। আপ আবারও সেই একই অভিযোগ করছেন। আপ নেতাদের দাবি, কংগ্রেস যে দিল্লিতে বিজেপিকে সাহায্য করছে সেটা স্পষ্ট।