shono
Advertisement
Robbery

বড়তলা, দমদমের পর ম‍্যুর অ্যাভিনিউ, বাড়িতে ঢুকে ১০ ভরি গয়না লুট

সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
Published By: Paramita PaulPosted: 12:28 AM Feb 18, 2025Updated: 12:30 AM Feb 18, 2025

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বড়তলা, দমদমের পর দক্ষিণ কলকাতার ম‍্যুর অ্যাভিনিউ। ফের বাড়িতে ঢুকে ডাকাতি। প্রায় ৪ লক্ষ টাকা সোনার গয়না লুট করা হয়েছে বলে খবর। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় সোনালি নামে এক মহিলার পিছু পিছু বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতি। ছুরি দেখিয়ে তিন থেকে চার লক্ষ টাকার গয়না লুট করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। সূত্রের দাবি, সামনে ছেলের বিয়ে। তাই দশ ভরি গয়না ছিল বাড়িতে। সেই গয়নাই লুট হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মহিলার পরিচিত কেউ এই ঘটনায় জড়িত। সম্প্রতি এক আত্মীয় তাঁর মেয়ের বিয়ের জন‍্য ওই মহিলার কাছে লক্ষাধিক টাকা ধার চেয়েছিলেন। উনি টাকা দেননি। তাই প্রতিহিংসা স্বরূপ সেই আত্মীয় বাড়িতে লুট করিয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, শহরের একের পর এক লুটপাটের ঘটনা ঘটছে। দিন কয়েক আগে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বড়তলায় বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি হয়। গতকাল রাতেই দমদমের ৭ নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোডে দুঃসাহসিক ডাকাতি হয়। সত্তরোর্ধ্ব বৃদ্ধ দম্পতিকে ছুরি দেখিয়ে হাত দিয়ে মুখ চেপে প্রাণনাশের হুমকি দিয়ে বৃদ্ধ দম্পতির সর্বস্ব লুটপাট করে। সেই ঘটনার কিনারা হওয়ার আগেই ফের দক্ষিণ কলকাতায় ডাকাতির ঘটনা ঘটে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
  • সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বড়তলা, দমদমের পর দক্ষিণ কলকাতার ম‍্যুর অ্যাভিনিউ।
  • ফের বাড়িতে ঢুকে ডাকাতি। প্রায় ৪ লক্ষ টাকা সোনার গয়না লুট করা হয়েছে বলে খবর।
Advertisement