shono
Advertisement
Delhi Police

দেশজুড়ে ফের নাশকতার ছক! দিল্লি পুলিশের জালে তিন সন্দেহভাজন জঙ্গি

ধৃত তিনজনকে দফায় দফায় জেরা করা হচ্ছে।
Published By: Kousik SinhaPosted: 03:59 PM Nov 30, 2025Updated: 03:59 PM Nov 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ফের নাশকতার ছক! দিল্লি পুলিশের জালে তিন সন্দেহভাজন জঙ্গি। ধৃত তিনজন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ধৃত তিনজনের সঙ্গে আইএসআইয়ের সঙ্গে যুক্ত শাহজাদ ভাট্টির যোগাযোগ ছিল বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যে ধৃত তিনজনকে দফায় দফায় জেরা করা হচ্ছে। ধৃতদের বড়সড় নাশকতার কোনও পরিকল্পনা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

দিল্লি বিস্ফোরণের পর থেকে সতর্ক দেশের নিরাপত্তা এজেন্সিগুলি। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় দিল্লির পুলিশের স্পেশাল সেল। তল্লাশিতে ধৃত তিন সন্দেহভাজন জঙ্গিকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে।

অন্যদিকে ফরিদাবাদের ‘ডক্টর মডিউল’-এর খোঁজে এবার দেশের রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে তত্ত্বতালাশ শুরু করল দিল্লি পুলিশ। ইতিমধ্যেই হাসপাতালগুলিকে নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশ। যেখানে জানতে চাওয়া হয়েছে, তাদের সংস্থায় কর্মরত এমন কোনও ডাক্তার রয়েছেন কি না, যাঁরা পাকিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি ও চিন থেকে ডাক্তারি শিক্ষা নিয়েছেন। দিল্লি পুলিশের সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, যে নোটিস এদিন জারি করা হয়েছে তাতে হাসপাতালগুলিকে দ্রুত এমন ডাক্তারদের সবিস্তার তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত, তাঁদের নাম এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত সুনির্দিষ্ট তথ্য জমা দিতে হবে।

লালকেল্লা বিস্ফোরণে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যে ‘ডাক্তার’-রা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ছিল, তাদের পাকিস্তান, আফগানিস্তান-সহ আরও অন্যান্য দেশের সঙ্গে যোগসূত্রের ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে তদন্তে। এবার তদন্তকারীরা দেখেতে চাইছেন, বর্তমানে দিল্লিতে কর্মরত আর ক’জন ডাক্তার এমন রয়েছেন, যাঁদের সঙ্গে নির্দিষ্ট কিছু সংবেদনশীল দেশের যোগ রয়েছে। সেই লক্ষ্যেই এই নোটিস পাঠানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই দিল্লি পুলিশের জালে তিন সন্দেহভাজন জঙ্গি। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশজুড়ে ফের নাশকতার ছক! দিল্লি পুলিশের জালে তিন সন্দেহভাজন জঙ্গি।
  • ধৃত তিনজন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে।
  • ধৃত তিনজনকে দফায় দফায় জেরা করা হচ্ছে।
Advertisement