shono
Advertisement

নিট পরীক্ষায় খারাপ ফলের জের, বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছাত্রের

ঘর থেকে মিলেছে সুইসাইড নোট৷ The post নিট পরীক্ষায় খারাপ ফলের জের, বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছাত্রের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:19 AM Jun 05, 2018Updated: 10:21 AM Jun 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কফের হতাশার শিকার এক পড়ুয়া৷ পরীক্ষায় সাফল্য না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিল ১৯ বছরের তরুণ৷ সোমবার প্রকাশিত হয় সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা অর্থৎ নিট-এর ফলাফল৷ পরীক্ষায় পাশ করতে না পারায় ফলপ্রকাশের কয়েক ঘণ্টা পরই নিজের বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দিলেন পরীক্ষার্থী৷ দিল্লির দ্বারকা সেক্টর ১২-এর ঘটনা৷

Advertisement

[লাদেনের সঙ্গে বিরোধীদের তুলনা টেনে বিতর্কে মন্ত্রী গিরিরাজ]

পুলিশ সুত্রের খবর সোমবার বিকেলে দিল্লির বহুতল আবাসনে নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঝাঁপ দেন ওই পরীক্ষার্থী৷ আট তলা থেকে ঝাঁপ দেওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রণব মেহান্দিরাতা নামে ওই তরুণের৷ বিল্ডিংয়ের নিচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় প্রণবের দেহ৷ মনে করা হচ্ছে, ঝাঁপ দেওয়ার আগে গলায় ফাঁস লাগিয়েও আত্মহত্যার চেষ্টা করছিল প্রণব৷ কারণ তাঁর বিছানার ওপর ফাঁস লাগানো অবস্থায় একটি ওড়না পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ পুলিশের ধারণা, মৃত্যু নিশ্চিত করতেই শেষ মুহূর্তে গলায় ফাঁস দেওয়ার পরিকল্পনা ছেড়ে আট তলা থেকে ঝাঁপ দেওয়া সিদ্ধান্ত নেন প্রণব৷

[হারিয়ে গিয়েছে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি, তদন্তের আশ্বাস প্রশাসনের]

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক পাশ করার পর আলাদা করে নিট-এর প্রস্তুতি শুরু করেছিলেন প্রণব৷ কিন্তু পরপর দু’বার চেষ্টা করেও ব্যর্থ হন৷ যার ফলে হতাশার জেরেই চরম সিদ্ধান্ত নেন প্রণব৷ তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে৷ যাতে বলা হয়েছে, নিট-এর ফল নিয়ে বাবা-মা কে মিথ্যে বলেছেন তিনি৷ আরও তথ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ প্রণবের আত্মহ্ত্যার পিছনে কারও প্ররোচনা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷একই ধরণের একটি ঘটনার খবর মিলছে তিরবনন্তপুরমেও৷ নিটে পাশ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ১৭ বছরের এক ছাত্রী৷

The post নিট পরীক্ষায় খারাপ ফলের জের, বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছাত্রের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement