shono
Advertisement

Breaking News

ভাড়াটে তরুণীর ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে খোলামেলা দৃশ্য রেকর্ড! গ্রেপ্তার হবু চিকিৎসক

পেনের ভিতরে লাগানো ছিল ভিডিও ক্যামেরা!
Posted: 04:20 PM Feb 01, 2024Updated: 04:33 PM Feb 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই (Chennai) শহরে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন কম বয়সি দম্পতি। সেই ঘরেই গোপন ক্যামেরা লাগিয়ে তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করার অভিযোগে গ্রেপ্তার হলেন মেধাবী ডাক্তারির ছাত্র। জানা গিয়েছে, অভিযুক্তের বাড়িতে বছর খানেক হল ভাড়ায় থাকছিলেন তরুণী ও তাঁর স্বামী। ডেন্টাল কলেজের ছাত্রের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

৩০ জানুয়ারি প্রথমবার তরুণী খেয়াল করেন ঘরের মধ্যে রহস্যময় লাল রঙের আলো। যা বেরোচ্ছিল একটি ছোট পেন থেকে। আসলে সেটি পেন নয়, পেনের মোড়কে ছিল ভিডিও ক্যামেরা। তরুণী এই ঘটনার কথা স্বামীকে জানান। তিনি কলমের ভিতরের ক্যামেরার রেকর্ডিং খতিয়ে দেখেন, ইতিমধ্যে স্ত্রীর পোশাক পরিবর্তনের এবং উভয়ের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি রেকর্ড করা হয়েছিল। আগেও এই কাজ করা হয়েছে বলে সন্দেহ হয় দম্পতির।

 

[আরও পড়ুন: আয়কর, স্বাস্থ্যবিমায় ছাড়! বাজেটে আজ ভোটবাদ্যি]

গোটা ঘটনার কথা জানিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন দম্পতি। তদন্তে নেমে পুলিশের দাবি করেছে, তরুণীর খোলামেলা ছবি তোলার জন্য ওই ক্যামেরা দম্পতির ঘরে ঢুকিয়ে ছিল ওই বাড়ির মালিকের ছেলে। যিনি চেন্নাই ডেন্টাল কলেজের ছাত্র। অভিযুক্তের নাম ইব্রাহিম। তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

 

[আরও পড়ুন: হেমন্ত প্রথম নন, দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement