shono
Advertisement

রেকর্ড দাম বাড়ল পেট্রল-ডিজেলের, কেন্দ্রের সমালোচনায় সরব মমতা

জ্বালানির দাম বাড়ছে! রান্নাঘরে আগুন, অভিযোগে সরব মমতা। The post রেকর্ড দাম বাড়ল পেট্রল-ডিজেলের, কেন্দ্রের সমালোচনায় সরব মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:44 PM Apr 01, 2018Updated: 01:25 PM Jul 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত চার বছরে পেট্রলের দাম কখনও এতটা বাড়েনি। রবিবার রেকর্ড স্পর্শ করে এক লিটার পেট্রলের দাম দাঁড়াল ৭৩.৭৩ টাকা। কলকাতায় ৭৬.৪৪ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম এদিন সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করল। আজ রাজধানী দিল্লিতে এক লিটার ডিজেলের দাম ৬৪.৫৮ টাকা। কলকাতায় ৬৭.২৭ টাকা। ইতিহাসে কোনওদিন ডিজেলের এমন মূল্যবৃদ্ধি হয়নি। দেশ জুড়ে ডাক উঠেছে, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে পেট্রপণ্যের উপর কর খানিকটা কমাক কেন্দ্র।

Advertisement

[চিন ও মায়ানমার সীমান্তে ব্যাপক নজরদারি বাড়াল ভারতীয় সেনা]

গতবছরের জুন মাস থেকেই প্রতিদিনই পেট্রল-ডিজেলের দাম বাড়ে বা কমে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় তেল সংস্থাগুলি এই মূল্য নিয়ন্ত্রণ করে। আজ দিল্লিতে ১৮ পয়সা বেড়ে পেট্রলের দাম ৭৩.৭৩ টাকা হয়। এর আগে ২০১৪-তে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৭৬.০৬ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম এতদিন সবচেয়ে বেশি ৬৪.২২ টাকা থাকলেও আজ রাজধানীতে প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৬৪.৫৮ টাকা। কেন্দ্রীয় তেল মন্ত্রক এর আগেও পেট্রল-ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমানোর সুপারিশ করলেও পয়লা ফেব্রুয়ারির সাধারণ বাজেটে সেই প্রস্তাব অগ্রাহ্য করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সত্যি বলতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে ভারতেই পেট্রল-ডিজেলের দাম সবচেয়ে বেশি। কারণ, এ দেশে পেট্রপণ্যের উপর সবচেয়ে বেশি কর আরোপিত হয়।

পেট্রল-ডিজেলের দাম বাড়ায় কেন্দ্রকে রবিবার একহাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে লেখেন, পেট্রল-ডিজেলের দাম প্রতিদিনই বাড়ছে। সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। আম জনতার রান্নাঘরে আগুন জ্বলছে। আর কেন্দ্র কী করছে? স্রেফ কথার কথা বলে চলেছে। কেন্দ্রকে আক্রমণ করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। তাঁর অভিযোগ, ‘মোদি সরকারের বিজ্ঞাপনের ভার বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।’ কংগ্রেসের অভিযোগ, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির চেয়ে বড় এপ্রিল ফুল জোক আর হয় না। মোদি দেশের মানুষকে বোকা বানাচ্ছেন এভাবেই।

[সিবিএসই প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার কোচিং সেন্টারের মালিক, দুই শিক্ষক]

The post রেকর্ড দাম বাড়ল পেট্রল-ডিজেলের, কেন্দ্রের সমালোচনায় সরব মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement