এক ক্লিকেই জানা যাবে দেশের যে কোনও চিকিৎসকের সব তথ্য! শুরু হতে চলেছে নয়া ব্যবস্থা!

07:24 PM May 16, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সব চিকিৎসকের (Doctor) জন্য আনা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। যার সাহায্যে এবার এক ক্লিকেই যে কোনও চিকিৎসক সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে। আর সেজন্য জাতীয় মেডিক্যাল রেজিস্টারে নথিবদ্ধ রাখা হবে দেশজুড়ে ছড়িয়ে থাকা চিকিৎসকদের নাম ও তথ্য। এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

Advertisement

ঠিক কী পরিকল্পনা করা হয়েছে? জানা যাচ্ছে, এবার জাতীয় মেডিক্যাল কমিশনের ওয়েবসাইটে সব তথ্য প্রকাশ করে দেওয়া হবে। প্রত্যেক চিকিৎসকের জন্য থাকবে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। আর সেই নম্বর অনুযায়ী চিকিৎসকদের ডিগ্রি, কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ, কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ-সহ সমস্ত জরুরি তথ্য দেওয়া থাকবে। এই রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত লাইসেন্স বৈধ থাকবে পাঁচ বছর। এরপর তার নবীকরণের জন্য রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে আবেদন করলেই হবে।

[আরও পড়ুন: ‘ভয়ের বাতাবরণ তৈরি করবেন না’, বিরোধীদের অভিযোগের মধ্যেই ইডিকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের]

যদি লাইসেন্সের অনুমোদন বা রিনিউয়ালের আবেদন প্রত্যাখ্যাত হয়, তবে রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ‘এথিক্স অ্যান্ড মেডিক্যাল রেজিস্ট্রেশন বোর্ডে’ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা যাবে। কিন্তু তা করতে হবে ৩০ দিনের মধ্যে।

Advertising
Advertising

[আরও পড়ুন: দিল্লির আফগান দূতাবাসে জোর করে ঢোকার চেষ্টা তালিবান ‘কূটনীতিকে’র, রুখে দিল কর্মীরাই!]

Advertisement
Next